মাস্ক পরার জন্য জয়াকে ধমক কাজলের, রইল বলিপাড়ার দুর্গামণ্ডপে দুই বঙ্গনারীর ভিডিও
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
অমিতাভ-জয়া থেকে শুরু করে রণবীর কাপুর, আলিয়া ভাট, অনুরাগ বসু, মৌনী রায়, সুমনা চক্রবর্তী, তানিশা মুখোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, তনুজা, দেবু মুখোপাধ্যায়, শ্রাবণী মুখোপাধ্যায়দের মতো তারকারা মায়ের দর্শন করতে আসেন পুজোর কটা দিন।
#মুম্বই: বাণিজ্যনগরীতে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো বলে কথা। অষ্টমীতে প্রতি বারই ওই বাড়ির পুজোয় বলি তারকাদের সমাবেশ হয়। এ বারও তার অন্যথা হল না। অতিমারির জন্য গত দু'বছর পুজোর আয়োজনে আড়ম্বর কম ছিল। তাই ২০২২ সালে গত বছরগুলির খামতি পূরণ হল দ্বিগুণ আড়ম্বরে।
কিন্তু করোনার ভয় তো পুরোপুরি কাটেনি মন থেকে। তারই প্রমাণ মিলল পাপারাৎজিদের ভিডিওয়ে। দেখা যাচ্ছে, দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক উঠেছে। সেখানেই পোজ দিচ্ছেন কাজল, রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন, অয়ন মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায়, তনুজাদের।
advertisement
ছবি তোলার আগে কাজলের চোখে পড়েছে জয়া তাঁর মুখ থেকে সাদা মাস্ক সরাচ্ছেন না। অমনি আঙুল তুলে মজার ভঙ্গিতে ধমক দিয়ে উঠলেন অমিতাভ বচ্চন-পত্নীকে। কাজল বললেন, ''যা-ই বলো, মাস্ক খুলতে হবে।'' কাজলের ধমকে বাধ্য হয়ে হাসতে হাসতে মাস্ক খুললেন জয়া। কিন্তু ছবি তোলা শেষ হতেই সঙ্গে সঙ্গে মাস্ক পরে ফেললেন জয়া।
advertisement
advertisement
ষষ্ঠী থেকেই বাড়ির তারকারা মণ্ডপে হাজির হয়েছিলেন বাঙালি সাজে। এবার ৭৫ বছরে পা দিল নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির পুজো। সেখানেই অষ্টমীর ভোগ খেতে দেখা গেল বলিউডের তারকাদের।
আরও পড়ুন: নর্থ বম্বের দুর্গাপুজোয় গপ গপ করে পায়েস খেলেন রণবীর কাপুর, সঙ্গী রানি-কাজল-অয়ন-অনুরাগ! দেখুন
advertisement
অমিতাভ-জয়া থেকে শুরু করে রণবীর কাপুর, আলিয়া ভাট, অনুরাগ বসু, মৌনী রায়, সুমনা চক্রবর্তী, তানিশা মুখোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, তনুজা, দেবু মুখোপাধ্যায়, শ্রাবণী মুখোপাধ্যায়দের মতো তারকারা মায়ের দর্শন করতে আসেন পুজোর কটা দিন। বর্তমানে এই পুজোর আয়োজন হয় অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2022 5:12 PM IST
