মাস্ক পরার জন্য জয়াকে ধমক কাজলের, রইল বলিপাড়ার দুর্গামণ্ডপে দুই বঙ্গনারীর ভিডিও

Last Updated:

অমিতাভ-জয়া থেকে শুরু করে রণবীর কাপুর, আলিয়া ভাট, অনুরাগ বসু, মৌনী রায়, সুমনা চক্রবর্তী, তানিশা মুখোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, তনুজা, দেবু মুখোপাধ্যায়, শ্রাবণী মুখোপাধ্যায়দের মতো তারকারা মায়ের দর্শন করতে আসেন পুজোর কটা দিন।

#মুম্বই: বাণিজ্যনগরীতে মুখোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো বলে কথা। অষ্টমীতে প্রতি বারই ওই বাড়ির পুজোয় বলি তারকাদের সমাবেশ হয়। এ বারও তার অন্যথা হল না। অতিমারির জন্য গত দু'বছর পুজোর আয়োজনে আড়ম্বর কম ছিল। তাই ২০২২ সালে গত বছরগুলির খামতি পূরণ হল দ্বিগুণ আড়ম্বরে।
কিন্তু করোনার ভয় তো পুরোপুরি কাটেনি মন থেকে। তারই প্রমাণ মিলল পাপারাৎজিদের ভিডিওয়ে। দেখা যাচ্ছে, দুর্গাপ্রতিমার সামনে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক উঠেছে। সেখানেই পোজ দিচ্ছেন কাজল, রানি মুখোপাধ্যায়, জয়া বচ্চন, অয়ন মুখোপাধ্যায়, তানিশা মুখোপাধ্যায়, তনুজাদের।
advertisement
ছবি তোলার আগে কাজলের চোখে পড়েছে জয়া তাঁর মুখ থেকে সাদা মাস্ক সরাচ্ছেন না। অমনি আঙুল তুলে মজার ভঙ্গিতে ধমক দিয়ে উঠলেন অমিতাভ বচ্চন-পত্নীকে। কাজল বললেন, ''যা-ই বলো, মাস্ক খুলতে হবে।'' কাজলের ধমকে বাধ্য হয়ে হাসতে হাসতে মাস্ক খুললেন জয়া। কিন্তু ছবি তোলা শেষ হতেই সঙ্গে সঙ্গে মাস্ক পরে ফেললেন জয়া।
advertisement
advertisement
ষষ্ঠী থেকেই বাড়ির তারকারা মণ্ডপে হাজির হয়েছিলেন বাঙালি সাজে। এবার ৭৫ বছরে পা দিল নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতির পুজো। সেখানেই অষ্টমীর ভোগ খেতে দেখা গেল বলিউডের তারকাদের।
advertisement
অমিতাভ-জয়া থেকে শুরু করে রণবীর কাপুর, আলিয়া ভাট, অনুরাগ বসু, মৌনী রায়, সুমনা চক্রবর্তী, তানিশা মুখোপাধ্যায়, রানি মুখোপাধ্যায়, তনুজা, দেবু মুখোপাধ্যায়, শ্রাবণী মুখোপাধ্যায়দের মতো তারকারা মায়ের দর্শন করতে আসেন পুজোর কটা দিন। বর্তমানে এই পুজোর আয়োজন হয় অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মাস্ক পরার জন্য জয়াকে ধমক কাজলের, রইল বলিপাড়ার দুর্গামণ্ডপে দুই বঙ্গনারীর ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement