প্রেমিক বিয়ে করতে যাচ্ছেন, অসহায় প্রেমিকার বাধা দেওয়ার চেষ্টা দেখে মন ভাঙল নেট দুনিয়ারও

Last Updated:

একটি সাধারণ সালোয়ার স্যুট এবং লাল দোপাট্টা পরা ওই তরুণী এক সময়ে যন্ত্রণায় নিথর হয়ে দাঁড়িয়ে যান, যখন গাড়িটি একটু একটু করে এগিয়ে চলে যায়।

ভাইরাল হওয়া সেই দৃশ্য
ভাইরাল হওয়া সেই দৃশ্য
নিজের ভালবাসার মানুষকে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে দেখা কখনও সহজ নয়। কেউ যতই মনের দিক থেকে শক্ত হন না কেন, হৃদয় ভেঙে যেতে বাধ্য। তবে এই কথাও স্বীকার করে নিতেই হয় যে ভালবাসায় বিচ্ছেদ যেন তারই অংশ। সেই কষ্ট সহ্য করা মুখের কথা নয়! সাম্প্রতিক এমন একটি ভিডিওতে এমনই একটি আবেগঘন মুহূর্ত ধরা পড়েছে, যা সোশ্যাল মিডিয়ার দর্শকদের গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।
ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে একজন তরুণী তাঁর প্রেমিকের বিয়ের গাড়ির সামনে অসহায়ভাবে দাঁড়িয়ে আছেন, গাড়িটিকে চলতে বাধা দেওয়ার চেষ্টা করছেন। একটি সাধারণ সালোয়ার স্যুট এবং লাল ওড়না পরা ওই তরুণী এক সময়ে যন্ত্রণায়  থমকে দাঁড়িয়ে যান, যখন গাড়িটি একটু একটু করে এগিয়ে চলে যায়। ক্যামেরায় ধরা পড়েছে মহিলার বেদনাদায়ক বিদায়।
advertisement
ছোট ভিডিওটি শুরুতেই ব্যস্ত ট্র্যাফিক দৃশ্যের সঙ্গে শুরু হয়, একটি প্রধান রাস্তায় গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। একটি দৃশ্য স্পষ্টভাবে ফুটে ওঠে, একজন মহিলা একটি সাজানো বিয়ের গাড়িকে আটকাচ্ছেন। গাড়িটি এগিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তিনি সামনে এগিয়ে যান, যেতে দিতে বাধা দেন। তাঁর চারপাশের লোকেরা তা দেখার জন্য থামেন, কেউ কেউ বিভ্রান্ত, অন্যরা যা দেখছেন তাতে স্পষ্টতই তাঁদের হৃদয় ভেঙে যায়। ভিডিওটি শেষ হয় যখন মেয়েটি গাড়ির সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকেন।
advertisement
advertisement
ইন্টারনেটে সহানুভূতি এবং দুঃখের প্রতিক্রিয়া

View this post on Instagram

A post shared by Tere Wala (@ohe_bande_751)

advertisement
৩ নভেম্বর শেয়ার করা ভিডিওটি ১.৬ মিলিয়নেরও বেশি ভিউ পেয়েছে এবং অনলাইনে বেশ কিছু আবেগপূর্ণ প্রতিক্রিয়া পেয়েছে। ঘটনার সঠিক স্থান অজানা থাকলেও ক্লিপটি অনেক ব্যবহারকারীর হৃদয় ছুঁয়েছে, যাঁরা মহিলার হৃদয় ভেঙে যাওয়ার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
একজন ব্যবহারকারী লিখেছেন, “হ্যাঁ, কাউকে ধরে রাখা এখনও কষ্টদায়ক, যদি সেই ব্যক্তি তোমাকে না ভালবাসে; তাকে যেতে দাও। এটি খুবই হৃদয়বিদারক।” আরেকজন বলেছেন, “সে চলে গিয়েছে, তার গাড়ি চলছে, তাই দয়া করে তুমিও এগিয়ে যাও মেয়ে! এটাকে শিক্ষা হিসেবে নাও।”
advertisement
একজন ব্যক্তি মন্তব্য করেছেন, “কেউ যদি তোমার জন্য লড়াই করতে না পারে, তাহলে তোমাকে কেবল তাদের ছেড়ে দিতে হবে।” একজন ব্যক্তি মন্তব্য করেছেন, “প্রেমে পড়া মানুষরা কখনও বাইরের জগতের কথা ভাবে না।” আরেকজন ব্যবহারকারী পরামর্শ দিয়েছেন, “ওকে যেতে দাও বোন। সে তোমার যোগ্য নয়।”
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
প্রেমিক বিয়ে করতে যাচ্ছেন, অসহায় প্রেমিকার বাধা দেওয়ার চেষ্টা দেখে মন ভাঙল নেট দুনিয়ারও
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement