বরকে ছেড়ে ছেলেমেয়ের গৃহ শিক্ষকের সঙ্গে পালাল বউ, থানায় গেলেন স্বামী!

Last Updated:

Viral news: একজন বিবাহিত মহিলা স্বামী এবং দুই ছেলেমেয়েকে ছেড়ে তাঁর ছেলেমেয়ের টিউশন শিক্ষক সঙ্গে পালিয়ে যাওয়ায় ইন্টারনেটে ব্যাপক ক্ষোভ এবং আলোচনা শুরু হয়েছে।

পরকীয়ার জেলে পালাল স্ত্রী
পরকীয়ার জেলে পালাল স্ত্রী
একজন বিবাহিত মহিলা স্বামী এবং দুই ছেলেমেয়েকে ছেড়ে তাঁর ছেলেমেয়ের টিউশন শিক্ষক সঙ্গে পালিয়ে যাওয়ায় ইন্টারনেটে ব্যাপক ক্ষোভ এবং আলোচনা শুরু হয়েছে। ঘটনাটি সামনে আসে যখন X-এ একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে মহিলার স্বামী ক্যামেরার সামনে সরাসরি কথা বলেন, হাতে একটি ফাইল নিয়ে, যাতে তাঁর পরিবারের নথি ও ছবি ছিল।
advertisement
advertisement
ভেঙে পড়লেও, তিনি শান্তভাবে নিজের কথা বলেন। তিনি বলেন, “আমার নাম মণীশ তিওয়ারিআমার স্ত্রীর নাম রোশনি রানিশুভম কুমার মেহতা, যিনি টিউশন মাস্টার, আমাদের বাড়িতে আসতেনতিনি ওনার সঙ্গে পালিয়ে গেছেন, আমাকে আর আমাদের দুই ছেলেমেয়েকে ফেলে রেখে। এখন আমি আর ওনাকে ফেরত চাই না।”
advertisement
মণীশের কথায়, ওই শিক্ষক টিউশন ক্লাসের অজুহাতে বারবার তাঁদের বাড়িতে আসতেনতিনি বলেন, তাঁর স্ত্রীর হঠাউধাও হয়ে যাওয়াটা ছিল একেবারে অপ্রত্যাশিত, কারণ বাড়িতে কোন সমস্যা বা অশান্তির চিহ্ন ছিল না
advertisement
ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং দর্শকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই প্রশ্ন তোলেন, কী ভাবে বাড়ির ভেতরের বিশ্বাস এতটা ভেঙে যেতে পারে, আবার কেউ কেউ ওই শিক্ষককে দোষারোপ করেন, বলেন, যিনি ছোটদের ভবিষ্যৎ গড়ার দায়িত্বে থাকেন, তিনি কীভাবে একটি পরিবারের বিশ্বাস ভাঙতে পারেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বরকে ছেড়ে ছেলেমেয়ের গৃহ শিক্ষকের সঙ্গে পালাল বউ, থানায় গেলেন স্বামী!
Next Article
advertisement
West Bengal Weather Update: হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
হতে পারে শৈত্যপ্রবাহ ! আরও শীত দক্ষিণের জেলায়, আগামী দিনে আরও ঠান্ডা বাড়বে?
  • হতে পারে শৈত্যপ্রবাহ

  • আরও শীত দক্ষিণের জেলায়

  • শীত স্থায়ী হবে অন্তত আরও পাঁচ দিন

VIEW MORE
advertisement
advertisement