Viral Video : মাহুতকে পিঠে নিয়ে উথালপাথাল গঙ্গা পার হচ্ছে হাতি! বাঁচতে পারল কি ? দেখুন রোমহর্ষক ভিডিও

Last Updated:

Viral Video : বিহারের বৈশালীর রঘুপুর এলাকায় হঠাৎ গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ায় জলের ফাঁদে বন্দি হয়ে পড়ে হাতি ও তার মাহুত ৷

Viral Video
Viral Video
বৈশালী : বিহারের বহু অংশে তীব্র বৃষ্টিপাতের পরে গঙ্গা এখন জলোস্ফীত ৷ বিহারের বৈশালীতে এ বার ভরা গঙ্গা পার হতে দেখা গেল এক হাতি ও তার মাহুতকে ৷ পোষ্য ও প্রতিপালকের এই রোমাঞ্চকর ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের ৷ বিহারের বৈশালীর রঘুপুর এলাকায় হঠাৎ গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ায় জলের ফাঁদে বন্দি হয়ে পড়ে হাতি ও তার মাহুত ৷
ভিডিওতে দেখা যাচ্ছে অকূল দরিয়ার জলস্রোত প্রাণপণে পার হওয়ার চেষ্টা করছে হাতিটি ৷ পিঠে মাহুতের যেন কোনও ক্ষতি না হয়, সেদিকে তার সজাগ দৃষ্টি ৷ গঙ্গার জলে হাতিটি পুরো ডুবে গিয়েছে৷ দেখে মনে হচ্ছে সে ডুবেই যাচ্ছে৷ এক মুহূর্তে মনে হয় যেন হাতি আর মাহুত কোনওভাবেই তীরে পৌঁছতে পারবে না৷ অবশেষে মাহুতকে নিয়ে হাতি পৌঁছয় নদীর কিনারে ৷ স্থানীয়রা সংবাদমাধ্যমে জানিয়েছেন, মাহুতকে নিয়ে প্রাণ হাতে করে হাতিটি সাঁতার কেটে রুস্তমপুর ঘাট থেকে ১ কিমি দূরে পটনা কেঠুকিঘাটে পৌঁছয় ৷ হাতিকে নিয়ে মাহুত সেখানে এসেছিলেন মঙ্গলবার ৷ কিন্তু গঙ্গায় জলস্তর বেড়ে যাওয়ায় তারা আটকে পড়ে ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  রীতিমতো স্ক্রোল করছে! স্মার্টফোনে নেশায় বুঁদ একদল বাঁদর! নিমেষে ভাইরাল ভিডিও
ফুলেফেঁপে ওঠা গঙ্গা থেকে নিরাপদে হাতিটিকে তীরে তুলতে নৌকোর দরকার ছিল ৷ কিন্তু মাহুতের কাছে সে সামর্থ্য ছিল না ৷ অগত্যা তাঁর নির্দেশে বাহন সাঁতার কাটতে শুরু করে ৷ মাহুত শুধু হাতির ঘাড়ের কাছে তার কান আঁকড়ে ধরে বসে ছিলেন ৷
advertisement
আরও পড়ুন : শুগার থেকে হাইপ্রেশারের মহৌষধ! অতি পরিচিত জামরুলকে ইংরেজিতে কী বলা হয় জানেন?
গজরাজের প্রভুভক্তি দেখে মুগ্ধ নেটিজেনরা ৷ মাহুতবন্ধুকে নিয়ে নিরাপদে গঙ্গা পার হওয়ার পর তার জন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সকলে ৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : মাহুতকে পিঠে নিয়ে উথালপাথাল গঙ্গা পার হচ্ছে হাতি! বাঁচতে পারল কি ? দেখুন রোমহর্ষক ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement