Viral Video : রীতিমতো স্ক্রোল করছে! স্মার্টফোনে নেশায় বুঁদ একদল বাঁদর! নিমেষে ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video : একদল বাঁদর মগ্ন মোবাইলে ৷ যেন তারা মুঠোফোনে কত অভ্যস্ত ৷ যেন ব্যবহার করে রোজ!

Viral Video
Viral Video
মানুষের পাশাপাশি এ বার প্রযুক্তির বশ শাখামৃগরাও? সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিও সেরকমই সাক্ষ্য দিচ্ছে৷ সেই ভিডিওতে দেখা যাচ্ছে একদল বাঁদর মগ্ন মোবাইলে ৷ যেন তারা মুঠোফোনে কত অভ্যস্ত ৷ যেন ব্যবহার করে রোজ!
ট্যুইটারে শেয়ার করা ওই ভিডিওয় দেখা যাচ্ছে স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মগ্ন বাঁদরের দল ৷ শুধু তাই নয়৷ তারা রীতিমতো স্ক্রোল করে যাচ্ছে৷ আদতে এটি পুরনো ভিডিও৷ শেয়ার করা হয়েছিল গত বছর ৷ আবার নতুন করে সেটি ফিরে এসেছে৷ ভিডিও ক্লিপটি দেখা হয়েছে ১ লক্ষ ৭৭ হাজার বারের বেশি৷ লাইক এসেছে ৪ হাজারের বেশি৷
advertisement
advertisement
ভিডিওর প্রথমে দেখা যাচ্ছে একটি পুরুরষহাত বাঁদরগুলির সামনে স্মার্টফোনটি ধরে আছে৷ দু’টি বাঁদর একমনে তাকিয়ে আছে স্ক্রিনের দিকে ৷ তাদের আর এক সঙ্গী স্ক্রোল করছে স্ক্রিন ৷ কিছু ক্ষণ পর ওই দু’টি বাঁদরের মধ্যে এক জন স্মার্টফোনটি নিয়ে স্ক্রোল করতে শুরু করে ৷ একটি ছোট বাঁদরকে দেখা যাচ্ছে সে বড় বাঁদরটির মনোযোগ আকর্ষণের চেষ্টা করে চলেছে৷ কিন্তু ভবী ভোলবার নয়৷
advertisement
আরও পড়ুন : ১১৯ কোটির বাড়ি, ৩ কোটির ল্যাম্বরগিনি, ২ কোটির ঘড়ি থেকে আংটি, দীপিকা-রণবীরের জীবন যেন বিলাসসাগর
ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে ‘ক্রেজ অব সোশ্যাল মিডিয়া’৷ ভাইরাল ভিডিওটি ঝড় তুলেছে সমাদ মাধ্যমে৷ তবে ভিডিও ঘিরে নেটিজেনরা ৷ এক দলের কাছে ভিডিওটি খুবই ‘মিষ্টি’৷ অন্য দল মনে করছে মানুষেমর মতো পশুরাও স্মার্টফোনে আসক্ত হয়ে পড়লে বেজায় মুশকিল৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : রীতিমতো স্ক্রোল করছে! স্মার্টফোনে নেশায় বুঁদ একদল বাঁদর! নিমেষে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement