Deepika and Ranveer Lifestyle : ১১৯ কোটির বাড়ি, ৩ কোটির ল্যাম্বরগিনি, ২ কোটির ঘড়ি থেকে আংটি, দীপিকা-রণবীরের জীবন যেন বিলাসসাগর

Last Updated:
Deepika and Ranveer Lifestyle : টিনসেল টাউনের এই পাওয়ার কাপলের যাপন জুড়ে বিলাসের সাগর
1/10
মুম্বইয়ের বান্দ্রায় রণবীর-দীপিকার ১১৯ কোটির বিলাসবহুল কোয়াড্রুপ্লেক্স এখন শিরোনামে ৷ কিন্তু এ তো শুধু তাদের সম্পদের এক ঝলকমাত্র ৷ টিনসেল টাউনের এই পাওয়ার কাপলের যাপন জুড়ে বিলাসের সাগর ৷
মুম্বইয়ের বান্দ্রায় রণবীর-দীপিকার ১১৯ কোটির বিলাসবহুল কোয়াড্রুপ্লেক্স এখন শিরোনামে ৷ কিন্তু এ তো শুধু তাদের সম্পদের এক ঝলকমাত্র ৷ টিনসেল টাউনের এই পাওয়ার কাপলের যাপন জুড়ে বিলাসের সাগর ৷
advertisement
2/10
শাহরুখের ‘মন্নত’ ও সলমনের ‘গ্যালাক্সি’-র কাছে রণবীর দীপিকার নতুন বাড়ির কার্পেট এরিয়া ১১ হাজার ২৬৬ বর্গফুট ৷ ফ্ল্যাটের টেরেসের মাপই ১৩০০ বর্গফুট ৷ দেশের যে কোনও অংশে এই বাড়ি এখনও অবধি সিঙ্গল রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট হিসেবে মহার্ঘ্যতম বলে খবর ৷
শাহরুখের ‘মন্নত’ ও সলমনের ‘গ্যালাক্সি’-র কাছে রণবীর দীপিকার নতুন বাড়ির কার্পেট এরিয়া ১১ হাজার ২৬৬ বর্গফুট ৷ ফ্ল্যাটের টেরেসের মাপই ১৩০০ বর্গফুট ৷ দেশের যে কোনও অংশে এই বাড়ি এখনও অবধি সিঙ্গল রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট হিসেবে মহার্ঘ্যতম বলে খবর ৷
advertisement
3/10
বিলাসবহুল গাড়ির শখও আছে এই তারকা দম্পতির৷ মুম্বইয়ের রাজপথে রণবীরকে দেখা গিয়েছে ৩ কোটি মূল্যের ল্যাম্বরগিনি চালাতে ৷ এর পাশাপাশি তাঁর গাড়িশালে আছে ৮৮ লক্ষের জিএলএস এসইউভি-ও৷
বিলাসবহুল গাড়ির শখও আছে এই তারকা দম্পতির৷ মুম্বইয়ের রাজপথে রণবীরকে দেখা গিয়েছে ৩ কোটি মূল্যের ল্যাম্বরগিনি চালাতে ৷ এর পাশাপাশি তাঁর গাড়িশালে আছে ৮৮ লক্ষের জিএলএস এসইউভি-ও৷
advertisement
4/10
চোখ কপালে তুলে দেয় দীপিকার ভ্যানিটি ভ্যান-ও৷ বিনীতা চৈতন্যর ডিজাইন করা এই ভ্যান তিন অংশে বিভক্ত ৷ সেখানে আছে প্রাইভেট এরিয়া, ছোট বসার জায়গা, কর্মীদের কাজ করার একটি অংশ, প্যান্ট্রি এবং নায়িকার ক্লোজেট ও মেক আপের জন্য বিস্তৃত জায়গা ৷
চোখ কপালে তুলে দেয় দীপিকার ভ্যানিটি ভ্যান-ও৷ বিনীতা চৈতন্যর ডিজাইন করা এই ভ্যান তিন অংশে বিভক্ত ৷ সেখানে আছে প্রাইভেট এরিয়া, ছোট বসার জায়গা, কর্মীদের কাজ করার একটি অংশ, প্যান্ট্রি এবং নায়িকার ক্লোজেট ও মেক আপের জন্য বিস্তৃত জায়গা ৷
advertisement
5/10
রণবীরের ৮০ লক্ষ টাকার ভ্যানিটি ভ্যানে চৈরি ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘ব্যাটম্যান’-এর অনুকরণে৷
রণবীরের ৮০ লক্ষ টাকার ভ্যানিটি ভ্যানে চৈরি ‘দ্য ডার্ক নাইট’ এবং ‘ব্যাটম্যান’-এর অনুকরণে৷
advertisement
6/10
রণবীর দীপিকা দু’জনেই মূল্যবান ঘড়ির ভক্ত ৷ রণবীরের কাছে আছে ফ্র্যাঙ্ক মুলার ভ্যানগার্ডের মহার্ঘ্য ঘড়ি৷ হিরে বসানো সেই ঘড়ির মূল্য ২ কোটির বেশি ৷ দীপিকার টিসট ক্লাসিক প্রিন্স ডায়মন্ড ওয়াচের মূল্য ৮ লক্ষ টাকা ৷
রণবীর দীপিকা দু’জনেই মূল্যবান ঘড়ির ভক্ত ৷ রণবীরের কাছে আছে ফ্র্যাঙ্ক মুলার ভ্যানগার্ডের মহার্ঘ্য ঘড়ি৷ হিরে বসানো সেই ঘড়ির মূল্য ২ কোটির বেশি ৷ দীপিকার টিসট ক্লাসিক প্রিন্স ডায়মন্ড ওয়াচের মূল্য ৮ লক্ষ টাকা ৷
advertisement
7/10
দীপিকার ব্যাগের সম্ভারও ঈর্ষণীয় ৷ তাঁর হার্মান্স বারকিন ব্যাগের দাম ৮ লক্ষ টাকা৷ এর পাশাপাশি নামী ব্র্যান্ডের ঝোলা ব্যাগ বা স্যাটশেল নিতেও দেখা গিয়েছে তাঁকে৷ যার দাম আড়াই লক্ষেরও বেশি৷
দীপিকার ব্যাগের সম্ভারও ঈর্ষণীয় ৷ তাঁর হার্মান্স বারকিন ব্যাগের দাম ৮ লক্ষ টাকা৷ এর পাশাপাশি নামী ব্র্যান্ডের ঝোলা ব্যাগ বা স্যাটশেল নিতেও দেখা গিয়েছে তাঁকে৷ যার দাম আড়াই লক্ষেরও বেশি৷
advertisement
8/10
তাঁদের ব্র্যান্ডেড পোশাকের সম্ভারও তাক লাগিয়ে দেয়৷ দীপিকা পাড়ুকোনকে ১ লক্ষ ২৭ হাজার টাকা মূল্যের বারবেরি ট্রেঞ্চ কোট পরতে দেখা গিয়েছে৷ যার দাম ১ লক্ষ ২৭ হাজার টাকা ৷ রণবীরের লুই ভিতঁ-র লেদার বুটসের দাম প্রায় দেড় লক্ষ টাকা ৷
তাঁদের ব্র্যান্ডেড পোশাকের সম্ভারও তাক লাগিয়ে দেয়৷ দীপিকা পাড়ুকোনকে ১ লক্ষ ২৭ হাজার টাকা মূল্যের বারবেরি ট্রেঞ্চ কোট পরতে দেখা গিয়েছে৷ যার দাম ১ লক্ষ ২৭ হাজার টাকা ৷ রণবীরের লুই ভিতঁ-র লেদার বুটসের দাম প্রায় দেড় লক্ষ টাকা ৷
advertisement
9/10
তাঁদের সম্পদের তালিকায় দপিকার এনগেজমেন্ট আংটির কথা না বললে কি হয়? পান্না ও সলিতেয়ার হিরে (একক হীরকখণ্ড) বসানো সেই প্ল্যাটিাম সেটের দাম প্রায় ২ কোটি টাকা ৷
তাঁদের সম্পদের তালিকায় দপিকার এনগেজমেন্ট আংটির কথা না বললে কি হয়? পান্না ও সলিতেয়ার হিরে (একক হীরকখণ্ড) বসানো সেই প্ল্যাটিাম সেটের দাম প্রায় ২ কোটি টাকা ৷
advertisement
10/10
কাজের দিকে দীপিকাকে এ বার দেখা যাবে শাহরুখের বিপরীতে ‘পঠান’ ছবিতে ৷ রণবীর শ্যুটিং করছেন করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে ৷
কাজের দিকে দীপিকাকে এ বার দেখা যাবে শাহরুখের বিপরীতে ‘পঠান’ ছবিতে ৷ রণবীর শ্যুটিং করছেন করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে ৷
advertisement
advertisement
advertisement