হোম /খবর /পাঁচমিশালি /
বাড়ি ঢুকে শুধু এই জিনিসটি চুরি করল চোর, পরের কাণ্ড আরও মারাত্মক! দেখুন ভিডিও

Viral Video: বাড়ি ঢুকে শুধু এই জিনিসটি চুরি করল চোর, পরের কাণ্ড আরও মারাত্মক! দেখুন ভাইরাল ভিডিও

Viral Video

Viral Video

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই হেসে খুন নেটিজেন (Viral Video)।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: এমন অদ্ভুত ভিডিও দেখে চমকে উঠছেন সকলেই। দিনের বেলা এত কষ্ট করে, মাথা খাটিয়ে বাড়ির দরজা দিয়ে চুরি করতে ঢুকে শেষ কিনা এই পরিস্থিতি। চোরের কাণ্ড দেখে হতবাক সকলেই। আর তার সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই হেসে খুন নেটিজেন (Viral Video)। বাড়িতে এত জিনিস থাকতে শুধুমাত্র সাইকেল নিয়ে পালাল চোর? তার পরের কাণ্ড দেখে আরও হাসি পাচ্ছে সকলের (Viral Video)। ইনস্টাগ্রামে মজার মিম ভিডিও পোস্ট করে এমন একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এই ভিডিও (Viral Video)।

ভিডিওতে দেখা গিয়েছে, বাড়ির মূল দরজা দিয়ে হেঁটেই উঠোনে ঢুকছে চোর। মুখে মাস্ক লাগানো। একটু চারাদিক দেখে, উঠোনে ফিরে আসে সে। সেখানে দাঁড় করানো ছিল একটি স্কুটি ও একটি সাইকেল। উঠোনের সামনেই লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। সেখানেই দেখা গিয়েছে, স্কুটির পাশ থেকে আস্তে করে সাইকেলটি বের করে সেটি নিয়ে পালাচ্ছে চোর। কিন্তু ততক্ষণে টের পেয়েছেন বাড়ির মালিক। সঙ্গে সঙ্গেই তিনি ছুটে যান চোেরর পিছনে।

আরও পড়ুন: বিয়ের আসরে রেগে লাল কনে, বরকে ছুড়ে মারলেন খাবার! দেখুন ভাইরাল ভিডিও

আরও পড়ুন: একেই বলে এন্ট্রি! বিয়ের আসরে রিক্সায় বসে এলেন বর-বউ, তুমুল ভাইরাল ভিডিও

এর পর ভিডিওতে দেখা যায়, খানিক সময় পরেই সেই সাইকেল ফিরিয়ে নিয়ে দরজা দিয়ে ঢুকছেন বাড়ির মালিক। এই ভিডিও দেখে নেটিজেনের প্রশ্ন, স্কুটি থাকতে আচমকা সাইকেল নিয়ে পালাল কেন চোর? আর সাইকেলটি নিয়ে বেরিয়ে যাওয়ার পরেও কী ভাবে হেঁটে গিয়ে তাকে ধরে ফেললেন মালিক? মজার এই ভিডিও দেখে হেসেই খুন নেটিজেন। মন খুশি করা এই ভিডিওটি আপনার কেমন লাগল?

Published by:Raima Chakraborty
First published:

Tags: Instagram Video, Viral Video