হোম /খবর /দেশ /
একেই বলে এন্ট্রি! বিয়ের আসরে রিক্সায় বসে এলেন বর-বউ, তুমুল ভাইরাল ভিডিও

Viral Video: একেই বলে এন্ট্রি! বিয়ের আসরে রিক্সায় বসে এলেন বর-বউ, তুমুল ভাইরাল ভিডিও

একেই বলে এন্ট্রি! বিয়ের আসরে রিক্সায় বসে এলেন বর-বউ, তুমুল ভাইরাল ভিডিও

একেই বলে এন্ট্রি! বিয়ের আসরে রিক্সায় বসে এলেন বর-বউ, তুমুল ভাইরাল ভিডিও

তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Viral Video) দেখা গেল তিনচাকার রিক্সায় বিয়ের মণ্ডপে ঢুকলেন বর-বউ।

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: বিয়ে মানেই একটা দারুণ বন্দোবস্ত। কয়েক মাস তো কেউ কেউ বছরভর পরিকল্পনা করেন নিজের বিয়ে নিয়ে। কেমন হবে সাজ, কারা আসবেন, কী খাওয়ানো হবে-- এমন নানা আয়োজন। ইদানীং বিয়েতে, বর-বউয়ের ঢোকা কেমন হবে, কীসের উপর হবে তা নিয়েও নানা পরিকল্পনা করা হয়। পুরনো দিনের বিয়েতে দেখা যেত, হাতি বা ঘোড়ার পিঠে বরের আসার চল। এখনও সেগুলি রয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে অবশ্যই বিলাসবহুল গাড়ির। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে (Viral Video) দেখা গেল তিনচাকার রিক্সায় বিয়ের মণ্ডপে ঢুকলেন বর-বউ।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও তুমুল শোরগোল ফেলে দিয়েছে (Viral Video)। শুধু তাই না, সুসজ্জিত রিক্সায় নতুন বউকে বসিয়ে সেই রিক্সা চালিয়ে মণ্ডপে ঢুকলেন খোদ বর নিজেই। সোশ্যাল মিডিয়ায় নিমেষে নজর কেড়েছে এই ভিডিও (Viral Video)। বিয়ের আসলে উপস্থিত সকলেও একেবারে হতবাক হয়ে যান নবদম্পতির এমন এন্ট্রি দেখে। হাততালি ও চিৎকার করতে থাকেন সব আত্মীয়রা। ইনস্টাগ্রামের পেজে শেয়ার হওয়া এই ভিডিও প্রায় ১৬ হাজার বার ভিউজ পেয়েছে। বুলেট গতিতে ভাইরাল হয়েছে রিক্সায় বর-বউয়ের মণ্ডপে ঢোকার ভিডিও।

ইনস্টাগ্রামে শেয়ার করার সময় এই ভিডিওটির পিছনে রাখা হয়েছে বলিউডের বিখ্যাত ছবি 'ধুম'-এর টাইটেল গানের মিউজিক। আর তাতেই আরও সাড়া ফেলেছে এই ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, শেরওয়ানি পরে সাইকেল রিক্সা চালাচ্ছেন নতুন বর। নতুন বউ তাঁর পিছনে বসে রয়েছেন। এর পর বউয়ের দিকে হাত বাড়িয়ে বর তাঁকে নামতে সাহায্য করেন। নতুন বউয়ের নাম ধিসনা চৌধুরি ও বরের নাম রূপেশ মানাম।

আরও পড়ুন: শাহরুখের খারাপ সময়ে পাশে থাকবেন সলমান, আচমকাই ভাইরাল এই পুরনো ভিডিও! দেখুন

কয়েকদিন আগে আরও একটি নতুন বর-বউয়ের ভিডিও সাড়া ফেলেছিল নেটপাড়ায়। বিয়ের পর নববধূ প্রথমবারের জন্য শ্বশুরবাড়ি এসে সাধারণত একটু ধীর স্থির থাকেন। কখনও কি এমন দেখেছেন যে বউ বাঁশের সিঁড়ি নিয়ে তড়তড়িয়ে শ্বশুরবাড়ির ছাদে চড়ে বসে আছেন। শুধু তাই নয়, সিঁড়ি দিয়ে উঠে বাড়ির ছাদে পৌঁছানোর পর তিনি পা দিয়ে মইটিকে দূরে ঠেলে দেন। নীচ থেকে বর সহ গোটা পরিবার তাকে চেপে ধরার জন্য প্রভূত চেষ্টা চালিয়ে যাচ্ছে (Viral Video) কিন্তু রাগী মহিলা নীচে নামতে একেবারেই নারাজ। ছাদে বসেই ক্রমাগত তর্ক চালিয়ে যায় সে। ভিডিয়োটি ইন্টারনেটে রীতিমত ঝড় তুলেছে। নবদম্পতির এই অবস্থা দেখে হেসে কুটিপটি নেটিজেনরাও।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Instagram Video, Social media viral, Viral Video