Viral Video: বিয়ের আসরে রেগে লাল কনে, বরকে ছুড়ে মারলেন খাবার! দেখুন ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
বিয়ের আসরে বর-কনের নানা কাণ্ড কারখানা সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে নেটিজেনের (Viral Video)।
#হায়দরাবাদ: বছরের শেষে শীতের মরসুম মানেই, একের পর এক বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িতে একটু ড্রামা হবে না তা কি হয়? বাঙালি বিয়ের মতোই অবাঙালি বিয়েতেও থাকে নানা ধরনের রীতি। আর তেমনই এক রীতি পালন করতে গিয়ে বেজায় অপমানিত হলেন খোদ বর। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়েছে নিমেষে (Viral Video)। মাঝে মাঝেই বিয়ের আসরে বর-কনের নানা কাণ্ড কারখানা সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ে নেটিজেনের (Viral Video)। তেমনই এদিন ফের এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।
advertisement
advertisement
বিয়ের আসরেই বর-কনের রাগারাগি। ভিডিওতে দেখা গিয়েছে, স্টেজের উপর সেজেগুজে দাঁড়িয়ে রয়েছেন বর-বউ। সেখানেই দাঁড়িয়েই পালন করছেন কোনও রীতি। বউয়ের হাতে মিষ্টি দেওয়া হয়, বরকে খাওয়ানোর জন্য। ভিডিওতে ধরা পড়েছে, বউ যেই মিষ্টি নিয়ে বরকে খাওয়ানোর জন্য হাত এগোয়, সঙ্গে সঙ্গে তাঁর হাতটি ধরে ফেলেন বর। আর হাত আটকে দিতেই বউ রেগে বোমা। বরের মাথার উপর দিয়ে ছুড়ে ফেলে দেন মিষ্টি। আর সেই দৃশ্য দেখে হতভম্ভ হয়ে যান উপস্থিত সকলেই।
advertisement
আরও পড়ুন: একেই বলে এন্ট্রি! বিয়ের আসরে রিক্সায় বসে এলেন বর-বউ, তুমুল ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল হয়েছে। নেটিজেনের প্রশ্ন, কেন এমন খেপে গেলেন নতুন বউ? যদিও তার কোনও সদুত্তর পাওয়া যায়নি। তবে বিয়ের দিনেই বউয়ের এমন রাগ দেখে অনেকেই বিয়ে না করার পরামর্শ দিয়েছেন কমেন্টে। হায়দরাবাদি কমেডি নামক ইনস্টাগ্রামের একটি পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। পোস্ট হওয়ার পর থেকে প্রচুর লাইক ও ভিউজ পেয়েছে ভিডিওটি।
Location :
First Published :
November 11, 2021 9:06 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিয়ের আসরে রেগে লাল কনে, বরকে ছুড়ে মারলেন খাবার! দেখুন ভাইরাল ভিডিও