Viral Video: কংক্রিটের জঙ্গলে আজও রয়ে গিয়েছেন টারজান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও

Last Updated:

পেশায় তিনি একজন ক্রীড়াবিদ। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাঁর হাজার হাজার ফলোয়ার। কিন্তু এই সোশ্যাল মিডিয়া তারকাকে কেন টারজানের সঙ্গে তুলনা করা হচ্ছে?

কংক্রিটের জঙ্গলে আজও রয়ে গিয়েছেন টারজান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও
কংক্রিটের জঙ্গলে আজও রয়ে গিয়েছেন টারজান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও
নয়াদিল্লি: টারজানের গল্প তো সকলেই জানেন! শৈশব থেকেই জঙ্গলে থাকত সে। পশুদের ভাষাতেই কথা বলতে শিখেছিল। এমনকী দুই পায়ে নয়, বরং হাঁটত চার পায়ে। এমনকী অনেক সময় হাঁটার পরিবর্তে লাফিয়ে লাফিয়ে চলত সে। আসলে টারজান জানত না যে, সে মানুষ। কিন্তু এটা তো ছিল একটি কাল্পনিক চরিত্র! কিন্তু বাস্তবে আজকের দিনেও রয়েছে টারজান! আজ বাস্তবের সেই টারজানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক।
বাস্তবের টারজানের নাম ম্যাথিউ ঝাং। তিনি অবশ্য কোনও বনে থাকেন না। বরং তাঁর বাস লস অ্যাঞ্জেলসের হাওয়াইতে। এখানেই শেষ নয়, শহুরে এই টারজান আবার সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। পেশায় তিনি একজন ক্রীড়াবিদ। সোশ্যাল মিডিয়ায় রয়েছে তাঁর হাজার হাজার ফলোয়ার। কিন্তু এই সোশ্যাল মিডিয়া তারকাকে কেন টারজানের সঙ্গে তুলনা করা হচ্ছে?
advertisement
advertisement
আসলে তাঁর কাজগুলির সঙ্গে টারজানের অনেক মিল পাওয়া গিয়েছে। কী রকম? টারজান যে অ্যাপার্টমেন্টে থাকেন, সেই অ্যাপার্টমেন্টে ওঠার জন্য তিনি সিঁড়ি ব্যবহার করেন না। ব্যালকনি দিয়ে লাফিয়ে লাফিয়েই অ্যাপার্টমেন্টে ওঠেন তিনি। ম্যাথিউর অ্যাকাউন্টে এমন অনেক ভিডিও রয়েছে, যেখানে তাঁকে লাফ দিতে দেখা গিয়েছে। এমনকী, কোথাও যাওয়ার থাকলে তিনি হাঁটেন না। বরং সব সময় লাফিয়ে লাফিয়েই এ-দিক সে-দিক যান। সম্প্রতি তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে, লাফিয়ে লাফিয়ে নিজের অ্যাপার্টমেন্টে উঠছেন ম্যাথিউ। আর সবথেকে মজার বিষয় হল, সব সময় কালো বক্সার পরেই দেখা যায় ম্যাথিউকে!
advertisement
advertisement
এই ভিডিও দেখে তাজ্জব বনে গিয়েছেন নেটদুনিয়ার বাসিন্দারা। তাঁর এই প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। কেউ কেউ তো তাঁর ভিডিও দেখে বলছেন, “শহুরে টারজান।” তবে অনেকেই আবার বিষয়টাকে ভাল ভাবে নিচ্ছেন না। তাঁদের বক্তব্য, “ম্যাথিউর এই কাজকর্মের জন্য নিশ্চয়ই তাঁর সঙ্গী খুবই বিব্রত বোধ করেন!” তবে যে যা-ই বলুন না কেন, ম্যাথিউ একটা ভিডিও আপলোড করলে তা নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায়!
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: কংক্রিটের জঙ্গলে আজও রয়ে গিয়েছেন টারজান; সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement