Viral Video of Python: ঘরের চালে বিকট শব্দ, দেখতে গিয়েই ভয়ঙ্কর-অবিশ্বাস্য! এত বড় সাপ? দেখুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Viral Video of Python: পাইথন ঘরের চাল থেকে গাছে ঝুলে রইল। এলাকার মানুষ এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবাক
কুইন্সল্যান্ড: অবিশ্বাস্য বললেই কম বলা হয়। ১৬ ফুট লম্বা পাইথন ঘরের চাল থেকে গাছে ঝুলে রইল। এলাকার মানুষ এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে হতবাক। এক বড় সাপ? সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে এই ভিডিওটি।
এমন দৃশ্য দেখে ভিড় করেন আশপাশের এলাকার মানুষেরাও। মোবাইল বের করে ভিডিও তোলা শুরু হয়। মানুষের শব্দে পাইথনটিও খানিক ভয় পেয়ে গাছের পাতার আড়ালে লুকিয়ে ঝুলে থাকে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেখেও নানা মন্তব্য নেটিজেনের।
advertisement
Normal things in Australia pic.twitter.com/KW3oN8zIwO
— Levandov (@Levandov_2) August 27, 2023
advertisement
আরও পড়ুন: বিরাট খবর, বাংলা থেকে ট্রেনেই যাওয়া যাবে সিকিম! রেল প্রকল্পের উদ্বোধন কবে?
কেউ বলেছেন জীবনে এত বড় সাপ দেখিনি। কেউ আবার জড়ো হওয়া মানুষরা পাগলামি করছে বলেও মন্তব্য করেছেন। মোবাইলে ভিডিও না তুলে বরং বনকর্মীদের খবর দিচ্ছেন না কেন, প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
আরও পড়ুন: সেদিন গায়ে ধুম জ্বর নিয়েই অনিলের সঙ্গে রোম্যান্সে মেতেছিলেন শ্রীদেবী, বনির না শোনেননি! বলিউড ভুলতে পারবে না
view commentsজানা গিয়েছে, এটি কার্পেট পাইথন নামে পরিচিত। এর ওজন অন্তত ১৫ কেজি। ৪ থেকে ৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে এই প্রজাতির পাইথন। শরীরেও বিরাট মোটাসোটা। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। পরে সাপটিকে উদ্ধার করেন বনকর্মীরা।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 1:15 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video of Python: ঘরের চালে বিকট শব্দ, দেখতে গিয়েই ভয়ঙ্কর-অবিশ্বাস্য! এত বড় সাপ? দেখুন

