Sridevi Anil Kapoor: সেদিন গায়ে ধুম জ্বর নিয়েই অনিলের সঙ্গে রোম্যান্সে মেতেছিলেন শ্রীদেবী, বনির না শোনেননি! বলিউড ভুলতে পারবে না

Last Updated:
Sridevi Anil Kapoor: অন-স্ক্রিন দেশি সুপারহিরো, মোগ্যাম্বো থেকে অনিল-শ্রীদেবীর প্রেম। সব মিলিয়ে সুপারহিট হয়েছিল মিস্টার ইন্ডিয়া ছবিটি।
1/10
১৯৮৭ সালে মিস্টার ইন্ডিয়া ছবি সাড়া ফেলে দিয়েছিল বলিউডে। অন-স্ক্রিন দেশি সুপারহিরো, মোগ্যাম্বো থেকে অনিল-শ্রীদেবীর প্রেম। সব মিলিয়ে সুপারহিট হয়েছিল ছবিটি। ছবির পরিচালক শেখর কাপুর ও প্রযোজক শ্রীদেবীর স্বামী ও অনিলের দাদা বনি কাপুর।
১৯৮৭ সালে মিস্টার ইন্ডিয়া ছবি সাড়া ফেলে দিয়েছিল বলিউডে। অন-স্ক্রিন দেশি সুপারহিরো, মোগ্যাম্বো থেকে অনিল-শ্রীদেবীর প্রেম। সব মিলিয়ে সুপারহিট হয়েছিল ছবিটি। ছবির পরিচালক শেখর কাপুর ও প্রযোজক শ্রীদেবীর স্বামী ও অনিলের দাদা বনি কাপুর।
advertisement
2/10
শেখর কাপুর পরিচালিত এই ছবিতে শ্রীদেবীর অভিনয় আজও গেঁথে রয়েছে দর্শক মনে।
শেখর কাপুর পরিচালিত এই ছবিতে শ্রীদেবীর অভিনয় আজও গেঁথে রয়েছে দর্শক মনে।
advertisement
3/10
‘হাওয়া হাওয়াই’ গানে অসামান্য পারফরম্যান্স হোক বা ‘কাটে নেহি কাট তে’-গানে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়ানো নাচ, শ্রীদেবী সবেতেই সেরার সেরা।
‘হাওয়া হাওয়াই’ গানে অসামান্য পারফরম্যান্স হোক বা ‘কাটে নেহি কাট তে’-গানে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বাড়ানো নাচ, শ্রীদেবী সবেতেই সেরার সেরা।
advertisement
4/10
গানে আসমানি নীল শিফন শাড়িতে শ্রীদেবীর আবেদনময়ী অবতার ঝড় তুলেছিল পুরুষ হৃদয়ে। শ্রীদেবীকে দেখতেই বারবার হলে ছুটেছিলেন সিনেপ্রেমীরা।
গানে আসমানি নীল শিফন শাড়িতে শ্রীদেবীর আবেদনময়ী অবতার ঝড় তুলেছিল পুরুষ হৃদয়ে। শ্রীদেবীকে দেখতেই বারবার হলে ছুটেছিলেন সিনেপ্রেমীরা।
advertisement
5/10
এই গানের শ্যুটিংয়ের এক অজানা কাহিনি পরিচালক ও প্রযোজক দুজনেই বিভিন্ন সময়ে ভাগ করে নিয়েছেন।
এই গানের শ্যুটিংয়ের এক অজানা কাহিনি পরিচালক ও প্রযোজক দুজনেই বিভিন্ন সময়ে ভাগ করে নিয়েছেন।
advertisement
6/10
জানা গিয়েছিল, নায়িকার শরীরে ধুম জ্বর, সারা গায়ে অসহ্য যন্ত্রণা। মিস্টার ইন্ডিয়ার কুশীলবরা বারবার বারণ করেছিলেন, তা সত্ত্বেও জেদ নিয়েই শ্যুটিং করেন শ্রীদেবী।
জানা গিয়েছিল, নায়িকার শরীরে ধুম জ্বর, সারা গায়ে অসহ্য যন্ত্রণা। মিস্টার ইন্ডিয়ার কুশীলবরা বারবার বারণ করেছিলেন, তা সত্ত্বেও জেদ নিয়েই শ্যুটিং করেন শ্রীদেবী।
advertisement
7/10
কোরিওগ্রাফার সরোজ খানকে দিব্যি গালিয়ে নিয়েছিলেন শ্রীদেবী, যাতে পরিচালকের কানে তাঁর অসুস্থতার খবর না পৌঁছয়। অনিলের সঙ্গে বৃষ্টি ভেজা সিকোয়েন্সে জ্বর গায়েই রোম্যান্স চালিয়ে যান শ্রীদেবী।
কোরিওগ্রাফার সরোজ খানকে দিব্যি গালিয়ে নিয়েছিলেন শ্রীদেবী, যাতে পরিচালকের কানে তাঁর অসুস্থতার খবর না পৌঁছয়। অনিলের সঙ্গে বৃষ্টি ভেজা সিকোয়েন্সে জ্বর গায়েই রোম্যান্স চালিয়ে যান শ্রীদেবী।
advertisement
8/10
গানের শ্যুটিং শেষে গোটা ঘটনা জানতে পারেন শেখর। তিনি লেখেন, ‘সেই আইকনিক গানের শ্যুটিং-এর কথা বড্ড মনে পড়ছে। আই লাভ ইউ… গানের শ্যুটে তুমি সারাদিন আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলে। শরীরে ধুম জ্বর, অসহ্য যন্ত্রণা কিছুই টের পেতে দাওনি। সবার বারণ উপেক্ষা করেছিলে। ওই অবস্থায় তোমার জলে ভেজা উচিত হয়নি, গুরুতর শরীর খারাপ হতে পারত, তুমি শোনোনি। সরোজ খানের থেকে শ্যুটিং শেষে সবটা শুনলাম, ওঁনাকে তুমি দিব্যি গালিয়েছিলে'।
গানের শ্যুটিং শেষে গোটা ঘটনা জানতে পারেন শেখর। তিনি লেখেন, ‘সেই আইকনিক গানের শ্যুটিং-এর কথা বড্ড মনে পড়ছে। আই লাভ ইউ… গানের শ্যুটে তুমি সারাদিন আমার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলে। শরীরে ধুম জ্বর, অসহ্য যন্ত্রণা কিছুই টের পেতে দাওনি। সবার বারণ উপেক্ষা করেছিলে। ওই অবস্থায় তোমার জলে ভেজা উচিত হয়নি, গুরুতর শরীর খারাপ হতে পারত, তুমি শোনোনি। সরোজ খানের থেকে শ্যুটিং শেষে সবটা শুনলাম, ওঁনাকে তুমি দিব্যি গালিয়েছিলে'।
advertisement
9/10
এই ছবি প্রযোজনার দায়িত্বে ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। শ্রীদেবীর বিপরীতে দেখা মিলেছিল তাঁর দেওর অনিল কাপুরের।
এই ছবি প্রযোজনার দায়িত্বে ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর। শ্রীদেবীর বিপরীতে দেখা মিলেছিল তাঁর দেওর অনিল কাপুরের।
advertisement
10/10
শ্রীদেবী-অনিল জুটি পর্দায় যখনই ধরা দিয়েছে, তখনই ম্যাজিক তৈরি হয়েছে। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। ভারতীয় সিনেমার অন্যতম সম্পদ মিস্টার ইন্ডিয়া।
শ্রীদেবী-অনিল জুটি পর্দায় যখনই ধরা দিয়েছে, তখনই ম্যাজিক তৈরি হয়েছে। এক্ষেত্রেও তেমনটাই ঘটেছিল। ভারতীয় সিনেমার অন্যতম সম্পদ মিস্টার ইন্ডিয়া।
advertisement
advertisement
advertisement