Viral video || হনুমানের পড়ার শখ, নিয়ম করে রোজ যায় স্কুল, ঝাড়খণ্ডের ঘটনা ভাইরাল
- Published by:Aryama Das
Last Updated:
Viral video : একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ' তিনি NEET ক্র্যাক করেছেন এবং এবার মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্সের পরে শীঘ্রই মেডিকেল কলেজে যোগদান করবেন'
#ঝাড়খণ্ড: সম্প্রতি ঝাড়খণ্ডের একটি ভাইরাল ভিডিও সবার টাইমলাইনে। একটি সরকারি স্কুলের ছাত্রদের সঙ্গে একটি বন্য হনুমান ক্লাসে যোগ দিয়েছে। এই অদ্ভুত ঘটনায় চোখ কপালে উঠেছে নেটিজেনদের। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের একটি সরকারি স্কুলে। ক্লিপটি দীপক মাহাতো নামে এক ব্যবহারকারী টুইটারে শেয়ার করেছেন। মূহুর্তে হাজার হাজার লাইক তাতে।
In #Jharkhand's #Hazaribagh a #wild langoor attends a government school along with other students. pic.twitter.com/nTInwSfwMv
— Deepak Mahato (@deepakmahato) September 15, 2022
advertisement
ক্যাপশনে মিঃ মাহাতো লিখেছেন, "ঝাড়খণ্ডের হাজারিবাগে একটি বন্য হনুমান অন্যান্য ছাত্রদের সঙ্গে একটি সরকারি স্কুলে পড়াশোনা করে"।
advertisement
শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন। আর পিছনের সারিতে হনুমানটি লম্ফ ঝম্প করে বেড়াচ্ছে। এর আগেও এমন অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এই ভিডিও ভাইরাল হওয়ার পর, ক্লাসের সামনের সারিতে বসে থাকা একটি হনুমানের ছবিও ইন্টারনেটে উঠে এসেছে। ক্যাপশনে লেখা ছিল, "স্কুলে নতুন ছাত্র"।
advertisement
The new #student in the #school. pic.twitter.com/Cr0hPwonZK
— Deepak Mahato (@deepakmahato) September 15, 2022
এই মজার দৃশ্যের জন্য, একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ' তিনি NEET ক্র্যাক করেছেন এবং এবার মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্সের পরে শীঘ্রই মেডিকেল কলেজে যোগদান করবেন'। আরেকজন টুইট করেছেন, 'এত ভালো আচরণ'।
advertisement
সূত্র অনুসারে জানা গিয়েছে, হনুমান নিয়মিত স্কুলে যায়, তবে সে এখনও কাউকে আঘাত বা ক্ষতি করেনি। এছাড়াও জানা গেছে যে বন দফতরের আধিকারিকরা হনুমানটিকে স্কুল থেকে দূরে ধাওয়া করলেও তাকে ধরা যায়নি। ভিডিওটি বেশ ভিউ পেয়েছে ইতিমধ্যেই।
view commentsLocation :
First Published :
September 19, 2022 6:59 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral video || হনুমানের পড়ার শখ, নিয়ম করে রোজ যায় স্কুল, ঝাড়খণ্ডের ঘটনা ভাইরাল