টাকা নিয়েও শো করলেন না স্বপ্না চৌধুরী, আদালতে আত্মসমর্পণ করলেন শিল্পী
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Sapna Choudhary Surrenders : স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে অতীতেও প্রতারণার অভিযোগ উঠেছে
#মুম্বই: জনপ্রিয় হরিয়ানভি নৃত্যশিল্পী এবং অভিনেত্রী স্বপ্না চৌধুরী সোমবার লখনউয়ের এসিজেএম আদালতে আত্মসমর্পণ করেছেন। একটি জালিয়াতির মামলায় আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল। এরপরে তিনি আজ আদালতে পৌঁছেছিলেন। তবে আত্মসমর্পণের পরপরই আদালত স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট প্রত্যাহার করে নেয়। আদালত তাঁকে হেফাজত থেকে মুক্তিও দিয়েছে।
এর আগেও আদালতে ডাকা হয়েছিল তাঁকে। কিন্তু, আগের তারিখে আদালতে হাজির হওয়ার আগেই জজ শান্তনু ত্যাগী জরুরি ছুটিতে চলে যান।
advertisement
স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাচের অনুষ্ঠানে পারফর্ম করার জন্য টাকা নিয়েছিলেন কিন্তু আসেননি। এই বিষয়ে, আয়োজকরা লখনউয়ের আশিয়ানা থানায় হরিয়ানভি নৃত্যশিল্পীর বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছিলেন। ঘটনাটি ১৩ অক্টোবর ২০১৮, লখনউতে একটি প্রাইভেট ক্লাবের। সপনা চৌধুরীর একটি নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেই ক্লাবে। অনুষ্ঠানের টিকিট অনলাইন ও অফলাইনে বিক্রি করা হয়।
advertisement
স্বপ্না চৌধুরীকে বিকেল ৩টেয় প্রোগ্রামে পৌঁছাতে বলা হয়েছিল এবং রাত ১০টা পর্যন্ত থাকতে হত সেখানে। কিন্তু, দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তিনি শোতে পৌঁছাননি। এরপর অনুষ্ঠান দেখতে আসা হাজার হাজার দর্শক ক্ষিপ্ত হয়ে তোলপাড় সৃষ্টি করে। দর্শকরা আয়োজকদের কাছে টিকিটের টাকা ফেরত দাবি করতে থাকে। দর্শকরা আয়োজক জুনাইদ আহমেদ, নবীন শর্মা, অমিত পান্ডে, রত্নাকর উপাধ্যায় এবং পাহাল ইনস্টিটিউটের ইওয়াদ আলীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছিলেন।
advertisement
হট্টগোল ও ভাংচুরের ঘটনা ঘটে। পুলিশ অবশেষে উত্তেজিত দর্শকদের শান্ত করে ফেরত পাঠায়। এরপরই স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে প্রতারণার মামলা করেন আয়োজকরা। তবে দর্শকদের টাকা ফেরত দেওয়া হয়নি।
প্রসঙ্গত, স্বপ্না চৌধুরীর বিরুদ্ধে অতীতেও প্রতারণার অভিযোগ উঠেছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2022 5:09 PM IST