মদের নেশায় বুদঁ করিনা-সলমন-দীপিকা-রণবীর আলিয়া! মাতাল ছবি দেখলে আঁতকে উঠবেন আপনিও

Last Updated:
bollywood celebs drunk avtar : মদ খেয়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন বলিউডের তারকারা। হৃতির রোশন, সোনম কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুরদের এই ছবিগুলি আপনাকেও অবাক করবে
1/7
বলিউড অভিনেতাদের হিন্দি সিনেমায় দেখা যায়। সোশ্যাল মিডিয়ায়ও তাঁরা তাঁদের সুন্দর ছবি তুলে ধরার চেষ্টা করেন। তবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কম কৌতূহল নেই ভক্তদের। তাঁরা রাতের পার্টিতে কী করেন? কেমন তাঁদের বন্ধুত্ব? মদ খেয়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন বলিউডের তারকারা। হৃতির রোশন, সোনম কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুরদের এই ছবিগুলি আপনাকেও অবাক করবে।
বলিউড অভিনেতাদের হিন্দি সিনেমায় দেখা যায়। সোশ্যাল মিডিয়ায়ও তাঁরা তাঁদের সুন্দর ছবি তুলে ধরার চেষ্টা করেন। তবে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কিন্তু কম কৌতূহল নেই ভক্তদের। তাঁরা রাতের পার্টিতে কী করেন? কেমন তাঁদের বন্ধুত্ব? মদ খেয়ে বহুবার বিতর্কে জড়িয়েছেন বলিউডের তারকারা। হৃতির রোশন, সোনম কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুরদের এই ছবিগুলি আপনাকেও অবাক করবে।
advertisement
2/7
বছরকয়েক আগে রণবীরের এই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এক পার্টি থেকে বেরনোর সময় ঋষি-পুত্র চোখ পর্যন্ত খুলে রাখতে পারছিলেন না।
বছরকয়েক আগে রণবীরের এই ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এক পার্টি থেকে বেরনোর সময় ঋষি-পুত্র চোখ পর্যন্ত খুলে রাখতে পারছিলেন না।
advertisement
3/7
হৃতিক আর আমিশার এই মদ্যপ ছবিও ছিল আলোচনার শীর্ষে।
হৃতিক আর আমিশার এই মদ্যপ ছবিও ছিল আলোচনার শীর্ষে।
advertisement
4/7
করিনা কাপুর? নবাবের স্ত্রীকেও এই বিতর্কে সামিল হতে হয়েছিল।
করিনা কাপুর? নবাবের স্ত্রীকেও এই বিতর্কে সামিল হতে হয়েছিল।
advertisement
5/7
সদ্য মা হয়েছেন সোনম কাপুর। একসময় এই মদ্যপ ছবি বিতর্কের শীর্ষে ছিল।
সদ্য মা হয়েছেন সোনম কাপুর। একসময় এই মদ্যপ ছবি বিতর্কের শীর্ষে ছিল।
advertisement
6/7
মদ্যপান করার পর খালি গায়ে বলিউডের ভাইজান সলমনকে ভাই সোহেলের সঙ্গে পার্টি করেছেন।
মদ্যপান করার পর খালি গায়ে বলিউডের ভাইজান সলমনকে ভাই সোহেলের সঙ্গে পার্টি করেছেন।
advertisement
7/7
আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে পার্টিমুডে।
আলিয়া ভাট ও দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে পার্টিমুডে।
advertisement
advertisement
advertisement