Viral Video: বিমানবন্দরে ক্যাবচালকের সঙ্গে যাত্রীর ঝগড়া, তারপর? গাড়ির বনেটে যাত্রী, তীব্র গতিতে হাইওয়েতে ছুটছে গাড়ি! মারাত্মক কাণ্ড, দেখুন

Last Updated:

Viral Video: এক প্রত্যক্ষদর্শী মোবাইলে সেই ঘটনার ভিডিও করেছেন। যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্যাবচালকের সঙ্গে যাত্রীর ঝগড়ার কারণেই নাকি ঘটেছে এমন বদলার ঘটনা।

ভিডিও থেকে নেওয়া ছবি
ভিডিও থেকে নেওয়া ছবি
মুম্বই: গাড়ির বনেটের উপর বসে রয়েছেন এক যুবক। এবং ড্রাইভার প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে মুম্বইয়ের ব্যস্ত রাস্তা দিয়ে চালাচ্ছেন। এমনই শিহরণ জাগানো দৃশ্য দেখে কেউ ভাবতেই পারেন, সিনেমার শ্যুটিং হচ্ছে। তবে না, মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের রাস্তায় যা ঘটেছে তা ভাবতেও পারবেন না।
এক প্রত্যক্ষদর্শী মোবাইলে সেই ঘটনার ভিডিও করেছেন। যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ক্যাবচালকের সঙ্গে যাত্রীর ঝগড়ার কারণেই নাকি ঘটেছে এমন বদলার ঘটনা। তাতে গাড়ির বনেটে বসিয়ে তীব্র গতিতে গাড়ি ছুটিয়েছেন ক্যাবচালক।
advertisement
advertisement
advertisement
এভাবেই কয়েক কিলোমিটার গাড়ি চালানো হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার ভোরে যখন ওই ব্যক্তি মুম্বই বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বাইরে চালকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তাঁদের তর্ক সহিংস হয়ে উঠলে, ক্যাবচালক অভিযোগ করেন যে, তিনি ওই ব্যক্তিকে ঘুষি মেরে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন।
তবে, চালককে ধরার চেষ্টায়, ওই ব্যক্তি তাঁর গাড়ির বনেটে লাফিয়ে ওঠেন এবং চালক পশ্চিম এক্সপ্রেস হাইওয়ে ধরে গাড়ি চালাতে থাকায় তাকে কয়েক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি এক পথচারী দ্বারা ভিডিও করা হয়, যিনি পরে এটি আঞ্চলিক পরিবহণ অফিস (RTO) কে রিপোর্ট করেন, যা স্থানীয় পুলিশকে বিস্তারিত এবং ভিডিও পাঠায়।
advertisement
আরও পড়ুন: একেই বলে কপাল! বাস থেকে নেমে ১২০ টাকা খরচ, তাতেই কোটি টাকা লাগল কৌশিকের, মাথা ঘুরে যাবে শুনলে
ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি ক্যাবের প্রান্ত ধরে রেখেছেন যখন গাড়িটি হাইওয়ে জুড়ে দ্রুতগতিতে চলতে থাকে। তাঁকে আরও দেখা যায় যে তিনি একটি দুই চাকার গাড়িতে থাকা অন্য একজন ব্যক্তির সঙ্গে কিছু বলছেন, যিনি পুরো ঘটনাটি ভিডিও করছিলেন।
advertisement
পরে, চালক ভীমপ্রসাদ মাহান্তো নামে চিহ্নিত করা হয় এবং তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতা (BNS) এর ধারা ৩৫(৩) এবং মোটর ভেহিকল অ্যাক্টের ধারা ১৮৪-এর অধীনে মামলা দায়ের করা হয়। পরে তাঁর ক্যাবটিও জব্দ করা হয়। চালককেও শহরের বিমানবন্দর পুলিশ দ্বারা একটি নোটিস পাঠানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: বিমানবন্দরে ক্যাবচালকের সঙ্গে যাত্রীর ঝগড়া, তারপর? গাড়ির বনেটে যাত্রী, তীব্র গতিতে হাইওয়েতে ছুটছে গাড়ি! মারাত্মক কাণ্ড, দেখুন
Next Article
advertisement
Lionel Messi in Vantara: মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, হাতির সঙ্গে ফুটবল খেলা, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি, আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি
  • মহা আরতি, বাঘ-সিংহর সঙ্গে ছবি

  • হাতির সঙ্গে ফুটবল খেলা

  • আম্বানির বনতারা সফর মেসিকে দিল আজীবনের স্মৃতি

VIEW MORE
advertisement
advertisement