Lottery: একেই বলে কপাল! বাস থেকে নেমে ১২০ টাকা খরচ, তাতেই কোটি টাকা লাগল কৌশিকের, মাথা ঘুরে যাবে শুনলে
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Lottery: মালদহের রতুয়া থানায় কর্মরত সিভিক ভলেন্টিয়ারের ভাগ্য খুলল ১২০ টাকার বদলে কোটি টাকায়। এই ঘটনা জানলে আপনার মাথা ঘুরে যাবে, কী কপাল!
মালদহ: ভাগ্য খুলল সিভিক ভলেন্টিয়ারের। ১২০ টাকার টিকিট কেটে কোটিপতি মালদহের এক সিভিক ভলেন্টিয়ার। শিলিগুড়ি যাওয়ার পথে লটারির টিকিটের নম্বর মেলাতেই মাঝপথে ফিরে এলেন বাড়ি।
হাতে লটারির প্রথম পুরস্কার দেখে চমকে গেলেন নিজেই। ১ কোটি টাকা পুরস্কারের টিকিট হাতে বাড়ি ফিরলেন মালদহের রতুয়া থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার। মাত্র ১২০ টাকার টিকিটে ভাগ্য খুলল সিভিক ভলান্টিয়ারের। ডিয়ার লটারিতে পেলেন ১ কোটি টাকা। কোটিপতি হতেই আনন্দে উৎফুল্ল হয়ে উঠল সেই সিভিক ভলেন্টিয়ারের পরিবার।
আরও পড়ুন: রাত বাড়লেই নিউটাউনে আতঙ্কের ডাক! কে ডাকছে জানেন? ভয়ে কুঁকড়ে কোটি কোটি টাকার ফ্ল্যাটের বাসিন্দারা
মালদহের রতুয়ার বৈকুন্ঠপুরের বাসিন্দা কৌশিক ঘোষ বর্তমানে রতুয়া থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত। সিভিক ভলেন্টিয়ার কৌশিক ঘোষ জানান, মঙ্গলবার তিনি চাঁচল হয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় চাঁচল স্ট্যান্ড এলাকায় ১২০ টাকার লটারির টিকিট কাটেন। এরপর বাসে করে রওয়ানা হন শিলিগুড়ির উদ্দেশ্যে। বেলা গড়াতেই সেই টিকিটের রেজাল্ট বের হয়। মাঝপথেই তিনি তাঁর টিকিটের নম্বর মেলান রেজাল্টের সঙ্গে। নম্বর মেলাতে গিয়েই তার চোখ কপালে ওঠে।
advertisement
advertisement
আরও পড়ুন: চিত্রাঙ্গদার ঘাড়ে উঠে পড়লেন জ্যাকি শ্রফ! এ কী অস্বস্তিকর দৃশ্য, কী করছেন? ছিঃ ছিঃ নেটপাড়ায়, দেখুন
লক্ষ্য করে দেখেন তাঁর হাতের টিকিটেই ১ কোটি টাকা প্রথম পুরস্কার লেগেছে। এরপর সঙ্গে সঙ্গে মাঝপথেই গন্তব্য বদলে ফেলেন তিনি। তিনি শিলিগুড়ি না গিয়ে মাঝপথেই অন্য গাড়ি ধরে বাড়ি ফিরে আসেন। পরিবারের সকলকে গোটা বিষয়টি জানান। স্বভাবতই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে পরিবার। তিনি আরও বলেন, “বহুদিন থেকেই একটা ভাল বাড়ি করব বলে স্বপ্ন দেখেছিলাম। এবার সেই স্বপ্ন সত্যি হবে। এছাড়াও এলাকায় একটি ছোটখাটো জগন্নাথ মন্দির তৈরি করারও ভাবনা-চিন্তার রয়েছে বলে জানান তিনি।”
advertisement
জিএম মোমিন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2025 8:08 PM IST