Viral Optical Illusion Lizard: ছবিতে লুকিয়ে রয়েছে আস্ত একটি টিকটিকি! জিনিয়াস না হলে খুঁজে পাওয়া অসম্ভব!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Find The Hidden Lizard: এই ছবিতে সকলের চোখ প্রথমেই যাচ্ছে গাছের ডালের দিকে। এর ফলে লুকিয়ে থাকা টিকটিকি খুঁজে বের করতে পারছেন না কেউ।
Optical Illusion Lizard: অপটিকাল ইলিউশনের নানা ছবি ইন্টারনেটে বেশ ভাইরাল! আমাদের মস্তিষ্ক ও চোখকে নাস্তানাবুদ করতে এই ধাঁধাগুলোর জুড়ি মেলা ভার। মানুষের মস্তিষ্ক একরকমভাবে কোনও বিষয়কে ভাবে কিন্তু চোখ তা দেখে অন্যরকম। এর ফলে সঠিক জিনিসটা আসলে কী তার উত্তর দিতে বেগ পেতে হয়। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন ছড়িয়ে রয়েছে এমনই বিভিন্ন ধরনের অপটিক্যাল ইলিউশন যা নিয়ে নেটিজেনরা মগ্ন। আসলে এই ছবিগুলো এমনভাবেই তৈরি করা হয় যা মানুষের চোখের পরীক্ষা নেয়। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে যা মানুষের চোখের পাশাপাশি মস্তিষ্কের পরীক্ষাও নিয়ে চলেছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে বলা হয়েছে, এই ছবিতে লুকিয়ে রয়েছে একটি টিকটিকি। আপনি কি পারবেন সেই টিকটিকিকে খুঁজে বের করতে? টিকটিকি খুঁজতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।
advertisement
ছবিতে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে একটি গাছের ডাল। তাতে টিকটিকি কোথায়? মজাটা এখানেই। ছবিতে লুকিয়ে রয়েছে আস্ত এক টিকটিকি। খুব সহজেই সে চোখে পড়বে না মোটেও। অনেকেই প্রথমবারেই খুঁজে বার করতে পারেনি প্রাণীটিকে। অনেকে আবার ভেবেছেন, ব্যাপারটাই ঢপ! কোনও টিকটিকিই নেই। কিন্তু, এই ছবিতে সত্যিই লুকিয়ে রয়েছে একটি টিকটিকি। উত্তর খুঁজতে হলে অত্যন্ত মাথা খাটিয়ে দেখতে হবে।
advertisement
চোখ আর মাথা অত্যন্ত তীক্ষ্ণ হলে তবেই খুঁজে পাবেন ছবিতে লুকিয়ে থাকা টিকটিকি। একঝলকে ছবি দেখে সহজেই মিলবে না তার হদিশ! এই ছবিতে সকলের চোখ প্রথমেই যাচ্ছে গাছের ডালের দিকে। এর ফলে লুকিয়ে থাকা টিকটিকি খুঁজে বের করতে পারছেন না কেউ। ভালো করে দেখতে হবে ডালটিকে। একেবারে চোখের সামনেই রয়েছে সেই প্রাণী।
advertisement
এবার দেখুন, কোথায় ঘাপটি মেরে রয়েছে সে-

Location :
First Published :
June 22, 2022 5:47 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Illusion Lizard: ছবিতে লুকিয়ে রয়েছে আস্ত একটি টিকটিকি! জিনিয়াস না হলে খুঁজে পাওয়া অসম্ভব!