Viral Bride Groom Video: কনেকে দেখে তর সইল না আর! বেসামাল বর যা করে বসলেন দুরন্ত গতিতে ভাইরাল

Last Updated:

Viral Bride Groom Video: মালাবদলের আগে এ কী কাণ্ড! বর যা করে বসলেন ছাদনাতলায় মুহূর্তে লজ্জায় লাল হয়ে যায় কনের মুখ!

মালাবদলের আগে বরের কীর্তি!
মালাবদলের আগে বরের কীর্তি!
ভাইরাল ভিডিও: দেশে এখন বিয়ের মরসুম চলছে। এই সময়ে, বর-কনের অনেক সুন্দর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। বিয়ে সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ার নেটিজেনরা খুব পছন্দও করেন। এর মধ্যে কিউট কনেদের ভিডিও (Viral Bride Groom Video) সবচেয়ে বেশি পছন্দ করেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। যখনই বর-কনে সম্পর্কিত কোনও ভিডিও বা ছবি ইন্টারনেটে আপলোড করা হয়, তখনই তা ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে।
এই ধারাবাহিকতায়, কনের ছাদনাতলায় প্রবেশের একটি ভিডিও সম্প্রতি ক্রমশ ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি (Viral Bride Groom Video) মালাবদলের ঠিক আগের। ভিডিওতে দেখা যায় হবু বর তার কনেকে দেখে নিজেকে সামলাতে পারেন না এবং সবার সামনে তাকে একদম কোলে তুলে নিতে শুরু করে দেন। এমন অবস্থা হয় যে পাত্রীও এটা দেখে অবাক হয়ে তাকে থামাতে শুরু করে। ভিডিওতে দেখা যায়, বর এই কাজ করলেই লজ্জায় লাল হয়ে যান কনে।
advertisement
advertisement
ভিডিওতে (Viral Video) দেখা যায় বরমালার জন্য নাচের সঙ্গে গ্র্যান্ড এন্ট্রি নিচ্ছেন কনে। একই সময়ে, বর মঞ্চে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এর পরে, বর যখনই কনেকে তার সামনে দেখতে পায়, তখনই সে তার কাছে পৌঁছে যায়। ভিডিওতে (Viral Bride Groom Video) দেখা যায়, বর নিজেকে সংযত করতে না পেরে গানের ছলে তাকে ওঠানোর চেষ্টা করেন। দেখুন সেই ভিডিও...
advertisement
advertisement
ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যায় বর কতটা উত্তেজিত হয়ে কনেকে তুলতে উদ্যত হন। যদিও নববধূ তাকে তুলতে বাধা দেয়। এরপর নাচতে নাচতে বর তার কনেকে সবার সামনে জড়িয়ে ধরেন। এ সময় কনের মুখ ছিল দেখার মতো। কনের মুখ লজ্জায় লাল হয়ে যায়। বর এবং কনের এই সুন্দর ভিডিওটি (Viral Bride Groom Video) বিবাহব্রিজ অফিসিয়াল নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। এর সঙ্গেই ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, 'কিউটেস্ট ব্রাইডাল এন্ট্রি।'
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Bride Groom Video: কনেকে দেখে তর সইল না আর! বেসামাল বর যা করে বসলেন দুরন্ত গতিতে ভাইরাল
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ মিলবে শীঘ্রই, রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
শীতের আমেজ মিলবে শীঘ্রই, বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে
  • শীতের আমেজ মিলবে শীঘ্রই

  • রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই

  • আগামী কয়েকদিনেই তাপমাত্রা কিছুটা কমতে পারে

VIEW MORE
advertisement
advertisement