Viral News: বিয়ের পরে বাপেরবাড়ি থেকে শ্বশুরবাড়ির পথে নতুন বউয়ের সামনেই বরের প্রথম পারফরমেন্স সুপারহিট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Viral Video: কনেদের কেউ কেউ আজকাল মেকআপ নষ্ট হওয়ার ভয়ে চোখের জল ফেলতেও তেমন পছন্দ করেন না। এখানে দেখা গেল বিদায়ের সময় হাউ হাউ করে কাঁদছেন কনে!
ভাইরাল ভিডিও: বিবাহের (Bride Groom Video) সবচেয়ে আবেগপূর্ণ মুহূর্ত হল বিদায়ের। বিয়েতে যখন সবকিছু আনন্দের হয়, তখন বিদায়ের সময় কিন্তু সেই হাসিখুশি বাড়ির পরিবেশ মুহূর্তে বদলে যায়। বিয়ের (Viral News) পর মেয়েটি তার বাবা-মা ও বাড়ি ছেড়ে চিরতরে চলে যাচ্ছে। এই সময়ে, পিতামাতা এবং পরিবারের সদস্যদের আবেগপ্রবণ হওয়া অপরিহার্য।
যদিও আজকের বধূরা বিদায়ের সময় খুব একটা কাঁদতে পছন্দ করে না। কিছু কনে আজকাল মেকআপ নষ্ট হওয়ার ভয়ে চোখের জল ফেলতে পছন্দ করেন না। সেই সাথে কান্নার প্রবণতাও আজকাল কমে যাচ্ছে। এমনই একটি ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral News) হচ্ছে, যাতে এক বধূকে বিদায়ের সময় হাউ হাউ করে কাঁদতে দেখা যায়।
advertisement
advertisement
ভাইরাল হওয়া ভিডিওতে (Bride Groom Video) এক নববধূকে তার বিদায়ের সময় নকল চোখের জল ফেলতে দেখা গিয়েছে। গাড়িতে বসার পর কনেকে একটু চড়া দাগের অভিনয় করতে দেখা যায়। এর পরে, কনের কাছে বসা বর এমন কিছু করেন, যার পরে কনে অবিলম্বে চুপ করে বসে থাকে। আর এমনই একটি ভিডিও ভাইরাল (Viral News) হয়েছে এবার নেটমহলে।
advertisement
advertisement
ভিডিওতে দেখা যায়, বর প্রথমে কনেকে চুপ করানোর চেষ্টা করেন। যদিও কনে জোরে চিৎকার করছে আর অতিমাত্রায় হাউ হাউ করে কাঁদছে দেখা যায়। এর পরই বর কনেকে জড়িয়ে ধরেন। তাতে কিন্তু দারুণ কাজ হয়। এরপরেই দেখা যায় ক্রন্দনরত কনে কান্না ভুলে খুব শান্তভাবে বসে যান। তুমুল ভাইরাল হয়েছে বর-কনের এই ভিডিওটি(Viral News)। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিওতে বেশ মজার প্রতিক্রিয়াও দিয়েছেন। পাশাপাশি ছুঁড়ে দিয়েছেন কটাক্ষ করে কিছু মন্তব্যও। তবে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিও (Bride Groom Video)।
Location :
First Published :
February 18, 2022 11:08 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral News: বিয়ের পরে বাপেরবাড়ি থেকে শ্বশুরবাড়ির পথে নতুন বউয়ের সামনেই বরের প্রথম পারফরমেন্স সুপারহিট