Viral Bride Groom Video: ছাদনাতলায় ঠাকুর মশাই জিজ্ঞেস করলেন 'এই' মোক্ষম প্রশ্ন! উত্তরে বর যা বললেন... নিমেষে ভাইরাল ভিডিও

Last Updated:

বিয়ের সময় বর-কনে যখন মণ্ডপে পণ্ডিতজির সামনে বসেন, তখন তাঁরা বিয়ের অনেক রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের কথা প্রথমবার জানতে পারেন।

আশেপাশের মহিলারা বিয়ের অনুষ্ঠান চলাকালীন ছবি তুলতে শুরু করতেই টনক নড়ে সবার। দেখা যায় মেয়েটির যে ছবি দেখানো হয়েছে এবং যে মেয়েটি বিয়ে করেছে তারা আলাদা। এরপর পুলিশ এসে বিষয়টি কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে ভুয়ো পাত্রী পুরো বিষয়টি ফাঁস করে দেয়।
আশেপাশের মহিলারা বিয়ের অনুষ্ঠান চলাকালীন ছবি তুলতে শুরু করতেই টনক নড়ে সবার। দেখা যায় মেয়েটির যে ছবি দেখানো হয়েছে এবং যে মেয়েটি বিয়ে করেছে তারা আলাদা। এরপর পুলিশ এসে বিষয়টি কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করলে ভুয়ো পাত্রী পুরো বিষয়টি ফাঁস করে দেয়।
#ভাইরাল ভিডিও: বলা হয়ে থাকে বিবাহ সাত জন্মের বন্ধন। আজকাল বিয়েতে অনেক মজাও হয়। এইসব ভিডিওগুলি সোশ্যাল ভিডিওতে বেশ ভাইরাল হচ্ছে। এমনই একটি ভিডিও (Viral Bride Groom Video) সম্প্রতি ভাইরাল হচ্ছে যেখানে পণ্ডিতজি বিয়ে করা বরকে রীতিনীতি সম্পর্কে কী জানেন তা নিয়ে নানা প্রশ্ন জিজ্ঞাসা করেন। তাতে এমন উত্তর দিলেন বর যা শুনে (Viral Video) হতবাক পণ্ডিতজির কথা বন্ধ হয়ে যাওয়ার জোগাড়।
বিয়ের ভিডিও ভাইরাল
advertisement
ক'জন পাত্র পাত্রী আছেন যাঁরা বিয়ের যাবতীয় রীতি-নীতি জানেন? বিয়ের সময় বর-কনে যখন মণ্ডপে পণ্ডিতজির সামনে বসেন, তখন তাঁরা বিয়ের অনেক রীতিনীতি ও কথা জানতে পারেন। আজকাল, বিয়েতে, পণ্ডিতজি বর-কনের সাথে প্রচুর রসিকতা করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া ভিডিওটি (Viral Bride Groom Video) নেটিজেনরা ভীষণই পছন্দ করছেন।
advertisement
যাইহোক, বিয়ের সময় অনেক আচার-অনুষ্ঠান রয়েছে। এই আচারগুলো দেখতে অনেক মজা লাগে। এই ভিডিওতে, পণ্ডিতজি বরকে বিয়ের আচার সম্পর্কে জিজ্ঞাসা করেন, যার উত্তরে বর যা বলেন মানুষ তার সেই কথা শুনে অত্যন্ত আনন্দ পায়। বরের উত্তর শুনে আত্মীয়স্বজন ও অতিথিরাও হাসতে শুরু করেন। এমনকি বরের উত্তর শুনে কনেকেও হাসতে দেখা যায়। দেখুন সেই ভিডিও (Viral Bride Groom Video) ।
advertisement
advertisement
ভিডিওতে (Viral Video) আপনি দেখতে পাচ্ছেন যে পন্ডিতজি বিয়ের সময় বরকে জিজ্ঞাসা করেন যে আপনার কয়টি মন্ত্র মনে আছে? বর জবাবে বলে যে তার সব মন্ত্র মনে আছে। এর পর পণ্ডিতজি বরকে বলেন, শুনলে প্লিজ? এতে বর ঘড়িতে সময় দেখে বলে, 'আমাদের বাড়ি যাবার সময়.. হয়ে এসেছে'। একথা শুনে পণ্ডিতজি কথা বলা বন্ধ করে দেন এবং আশেপাশের লোকেরা জোরে জোরে হাসতে থাকে।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Bride Groom Video: ছাদনাতলায় ঠাকুর মশাই জিজ্ঞেস করলেন 'এই' মোক্ষম প্রশ্ন! উত্তরে বর যা বললেন... নিমেষে ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement