Viral Bride Groom Video: ছাদনাতলায় বিরাট নাটক! বর-কনের সিঁদুর দানের মাঝেই মালা নিয়ে হাজির 'অন্য মেয়ে'! চূড়ান্ত ভাইরাল ভিডিও...

Last Updated:

Viral Bride Groom Video: কনের সিঁথিতে সিঁদুর দিতে যাচ্ছিলেন বর, আচমকা মালা নিয়ে ঝাঁপ এক মেয়ের! দেখুন ভিডিও

Bride Groom Viral Video 
Viral Video Viral Wedding Video
Bride Groom Viral Video Viral Video Viral Wedding Video
#ভাইরাল ভিডিও : বিয়ের মরশুমে একের পর এক নতুন দৃশ্য দেখা যাচ্ছে বিয়েতে। নাচের ভিডিও  (Viral Video) এবং আচার-অনুষ্ঠানের বাইরেও মজার ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয় (Viral Bride Groom Video)। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও প্রতিদিন বিপুল সংখ্যক আপলোড হয় এবং ভাইরাল হয়। আবারও বিয়ে সংক্রান্ত একটি ভিডিও সামনে এসেছে, যা দেখার পর আপনি হাসি থামাতে পারবেন না, এটা নিশ্চিত। '
ভিডিওতে  (Viral Bride Groom Video) দেখা যায়, বর তার কনের কপালে সিঁদুর পরিয়ে দিতে মণ্ডপে উঠেছেন, তখন সেখানে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে মালা নিয়ে আচমকা ছেলেটির ওপর ঝাঁপিয়ে পড়ে। এখানে এই দৃশ্য দেখলে হতবাক হয়ে যাবেন যে কেউ।
advertisement
advertisement
বিয়ে সংক্রান্ত এই মজার ভিডিওতে  (Viral Bride Groom Video) দেখা যায় বর-কনে মণ্ডপে বসে আছেন। একে একে সব আচার পালন করছেন তারা। মণ্ডপের আশেপাশে অনেক অতিথিও উপস্থিত। বর তখন কনের চাহিদা পূরণে সিঁদুর দিতে উঠে আসেন তখনই ঘটে আজব ঘটনা। কনের কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সেখানে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে মালা নিয়ে বরের উপর ঝাঁপিয়ে পড়ে। তবে সেই মালা বরের গলা পর্যন্ত পৌঁছতে পারেনি। যদিও মেয়েটি তাল সামলাতে না পেরে সেখানে হুড়মুড় করে এসে তার মুখের উপর পড়ে। এভাবেই বিয়েতে হাসির পাত্র হয়ে ওঠে মেয়েটি (Viral Video) ।
advertisement
ভাইরাল হয়েছে মণ্ডপের এই ভিডিও
View this post on Instagram

A post shared by memes | comedy (@ghantaa)

advertisement
ভিডিওটি (Viral Video) দেখে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মেয়েটি বরের প্রেমে পড়েছে এবং সে তাকে বিয়ে করতে চায়। এর পরিপ্রেক্ষিতে তিনি সুযোগ পেলেই বরকে মালা পরানোর চেষ্টা করেন। এই ভিডিওটি  (Viral Bride Groom Video) এখন পর্যন্ত লক্ষ লক্ষ ভিউ পেয়েছে। ভিডিওটিতে একজন লিখেছেন, "এটা কী ছিল? হঠাৎ কেন দিদির স্ট্রোক হল।"
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Bride Groom Video: ছাদনাতলায় বিরাট নাটক! বর-কনের সিঁদুর দানের মাঝেই মালা নিয়ে হাজির 'অন্য মেয়ে'! চূড়ান্ত ভাইরাল ভিডিও...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement