Valentine's Day Gift Idea: ফুল-চকলেট-ঘড়ি... আর কত? প্রেম দিবসে প্রিয়জনকে দিন অন্যরকম এই ৬ উপহার, দেখুন ম্যাজিক!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Valentines Day Gift Idea: ভালোবাসার মানুষ বলে কথা, তার জন্য উপহারটাও হওয়া উচিত সবার চেয়ে আলাদা। তাই ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে দেওয়ার জন্য চমৎকার ও অন্যরকম কিছু উপহারের আইডিয়া রইল এখানে।
ভ্যালেন্টাইনস-তে চিরাচরিত সেই এক উপহারের চেনা গৎবাঁধা গন্ডি থেকে বেরিয়ে আসুন। আপনার মতোই আপনার প্রিয়জনেরও কিন্তু একই উপহারে একঘেয়েমি আসতেই পারে। তাই বিশেষ এই দিনে ভালোবাসাকে উদযাপন করতে আদর্শ উপহার কিনতে গিয়ে ভাবনার অন্ত থাকে না। আর ভেবে ভেবে অনেকেই বুঝে উঠতে পারেন না কোন উপহার সবথেকে বেশি খুশি এনে দেবে তাঁর চোখে।
advertisement
advertisement
বোতলের ভেতর চিঠি : একটা সময় নাকি কাচের বোতল বন্দি থাকত গুপ্তধনের নকশা আঁকা কাগজ। বোতলে সেই কাগজ ভরে বোতলের ছিপি আটকে সাগরে ফেলা হতো। সেই প্রাচীন পদ্ধতিতেই ভালোবাসার কথা জানাতে পারেন প্রিয় মানুষটিকে। সুন্দর করে একটা চিঠি লিখে সেটাকে ফিতে দিয়ে বেঁধে একটা সুন্দর কাচের বোতলে ভরে দিতে পারেন। আরেকটু আকর্ষণীয় করতে চিঠির সঙ্গে বোতলের ভেতরে দিতে পারেন কিছু ফুলের পাপড়ি।
advertisement
ডায়েরি যার পাতায় পাতায় ভালোবাসার স্পর্শ : ডায়েরি খুব সাধারণ একটা উপহার। কিন্তু সেই ডায়েরির প্রতিটি পৃষ্ঠায় যদি লেখা থাকে আপনাদের ভালোবাসার গল্প বা বিশেষ মানুষটির জন্য আপনার ভালোবাসার মিষ্টি বার্তা, তবে তারচেয়ে চমৎকার উপহার আর হতে পারে না। একটি ডায়েরিতে আপনাদের ভালোবাসার গল্পটি সুন্দর করে গুছিয়ে লিখে অথবা প্রতিটি পৃষ্ঠায় প্রিয় মানুষের প্রতি আপনার ভালোবাসার ছোট ছোট বার্তা লিখে তাকে উপহার দিতে পারেন ভালোবাসা দিবসে। ডায়েরিটাকে সুন্দর করে প্যাকেট করে উপরে একটা লাল গোলাপ লাগিয়ে দিয়ে সেটাকে করে তুলতে পারেন আরো আকর্ষণীয়।
advertisement
advertisement
advertisement
advertisement
ছবির অ্যালবাম শুধু একটা সুন্দর অ্যালবামই যথেষ্ট নয় কিন্তু। থাকুক কিছু ব্যক্তিগত স্পর্শ। ধরুন সেই অ্যালবামটা ভর্তি থাকতে পারে আপনাদের দু’জনের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের একগুচ্ছ ছবি নিয়ে। একটা চমৎকার অ্যালবামে নিজেদের বিশেষ মুহূর্তের ছবিগুলো ভরে ভেতরে রাখতে পারেন একটা ছোট্ট চিঠিও। অসাধারণ এই উপহারটি নিঃসন্দেহে আপনার ভালোবাসার মানুষটিকে মনে করিয়ে দেবে আপনাদের সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি।