Bride Groom Fighting Viral Video: সাত পাকের পরেই শ্বশুরবাড়িতে বরের সঙ্গে তুলকালাম নববধূর! প্রথম দিনেই এমন কী ঘটল?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Bride Groom Fighting Viral Video:নববিবাহিত দম্পতিকে বিবাহোত্তর অনুষ্ঠান করতে দেখা যায়। এমন পরিস্থিতিতে শ্বশুর বাড়িতে পৌঁছতেই বরের সঙ্গে ঝগড়া করতে দেখা যায় এই কনেকে।
#ভাইরাল ভিডিও : বিশ্বজুড়ে চলছে ভ্যালেন্টাইনস সপ্তাহ (Valentine's Week)। প্রত্যেকেই তাদের সঙ্গীর সঙ্গে একটি নতুন রোমান্টিক সময় উদযাপনের পরিকল্পনা করছেন৷ এমন পরিস্থিতিতে, একটি বিয়ের ভিডিও (Viral Video) সোশ্যাল মিডিয়ায় তুমুল (Bride Groom Viral) ভাইরাল হয়েছে এবং লোকেরা এই দম্পতিকে দেখে মুগ্ধ হচ্ছেন। ভিডিওটি নববিবাহিত বর-কনে গাঁটছড়া বাঁধার দৃশ্য।
advertisement
এই সদ্য বিবাহিত দম্পতিকে বিয়ের পরে আচার-অনুষ্ঠান করতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে (Bride Groom Fighting Viral Video)। কনেকে তার শ্বশুরবাড়িতে বরণ করে নেওয়ার পরে সাধারণত এই আচারগুলি পালন করা হয়। দম্পতিকে (Viral Video) দুধ এবং জল ভর্তি একটি পাত্রে আংটি বা মুদ্রাটি খুঁজে বের করতে দেওয়া হয় একে অপরের। যে এটি প্রথম খুঁজে পাবে সে বিজয়ী (Bride Groom Viral) হবে এমনটাই নিয়ম। এমন পরিস্থিতিতে শ্বশুর বাড়িতে পৌঁছতেই বরের সঙ্গে ঝগড়া করতে দেখা যায় এই কনেকে।
advertisement
advertisement
ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যেই না ওই জিনিসটি বরের হাতে আসে দুষ্টুমি করে কনে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে বরও কিছু কম যান না। পুরো শক্তি প্রয়োগ করেন এবং তার হাত ছাড়েন না একটুও।
advertisement
মজাদার এই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Bride Groom Fighting Viral Video) খুব ভাইরাল হচ্ছে এবং ভ্যালেন্টাইন্স ডে-র প্রাক্কালে বর-বধূর এই খুঁনসুটি, ও প্রেমের লড়াই দেখে নেটিজেনরাও লাইক কমেন্টে ভরিয়ে দিয়েছেন।
Location :
First Published :
February 12, 2022 1:23 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Bride Groom Fighting Viral Video: সাত পাকের পরেই শ্বশুরবাড়িতে বরের সঙ্গে তুলকালাম নববধূর! প্রথম দিনেই এমন কী ঘটল?