Viral News: বিয়েতে খাবার দিতে দেরি, রেগে লাল হয়ে ছাদনাতলা ছাড়লেন বর! দেখে যা করলেন কনে

Last Updated:
Viral News: বিয়ে না করে বরযাত্রীদের নিয়ে বাড়ি ফিরে গেলেন পাত্র। আর এই অবস্থায় কনেপক্ষ ছুটল পুলিশের কাছে।
1/5
বিয়ে করতে সময়মতো পৌঁছে গিয়েছেন বর। এমনকি নাচতে নাচতে পৌঁছে গিয়েছিলেন বরযাত্রীরাও। কিন্তু হঠাৎই বিয়ের আনন্দ-কোলাহল থেমে শুরু হল প্রবল হট্টগোল। বিয়ে না করে বরযাত্রীদের নিয়ে বাড়ি ফিরে গেলেন পাত্র। আর এই অবস্থায় কনেপক্ষ ছুটল পুলিশের কাছে। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের পুর্ণিয়া জেলার ঈশ্বরীতলায়।
বিয়ে করতে সময়মতো পৌঁছে গিয়েছেন বর। এমনকি নাচতে নাচতে পৌঁছে গিয়েছিলেন বরযাত্রীরাও। কিন্তু হঠাৎই বিয়ের আনন্দ-কোলাহল থেমে শুরু হল প্রবল হট্টগোল। বিয়ে না করে বরযাত্রীদের নিয়ে বাড়ি ফিরে গেলেন পাত্র। আর এই অবস্থায় কনেপক্ষ ছুটল পুলিশের কাছে। রবিবার ঘটনাটি ঘটেছে বিহারের পুর্ণিয়া জেলার ঈশ্বরীতলায়।
advertisement
2/5
সূত্রের খবর, কনেপক্ষ খাবার দিতে দেরি করায় ঝামেলা শুরু হয়। উত্তেজিত বরযাত্রীদের সঙ্গে কনেপক্ষের শুরু হয় বচসা। এই অবস্থায় হঠাৎই ছাদনাতলা থেকে সটান উঠে পড়েন পাত্র। মানেন না নানা উপরোধেও। কনেপক্ষ থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা, কেউ তাঁকে বুঝিয়ে রাজি করাতে পারেননি।
সূত্রের খবর, কনেপক্ষ খাবার দিতে দেরি করায় ঝামেলা শুরু হয়। উত্তেজিত বরযাত্রীদের সঙ্গে কনেপক্ষের শুরু হয় বচসা। এই অবস্থায় হঠাৎই ছাদনাতলা থেকে সটান উঠে পড়েন পাত্র। মানেন না নানা উপরোধেও। কনেপক্ষ থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা, কেউ তাঁকে বুঝিয়ে রাজি করাতে পারেননি।
advertisement
3/5
কনের মা মীনা দেবী পুলিশকে জানান, পুর্ণিয়ার ধমদহের বাসিন্দা রাজকুমার ওঁরাওয়ের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ের নির্ধারিত দিনক্ষণে তাঁদের বাড়িতে পৌঁছেও যান বর ও তাঁর আত্মীয়-বন্ধুরা। কিন্তু শুধু খাবার দিতে দেরি হওয়ায় বিয়ে না করে উঠে যান বর।
কনের মা মীনা দেবী পুলিশকে জানান, পুর্ণিয়ার ধমদহের বাসিন্দা রাজকুমার ওঁরাওয়ের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক হয়। বিয়ের নির্ধারিত দিনক্ষণে তাঁদের বাড়িতে পৌঁছেও যান বর ও তাঁর আত্মীয়-বন্ধুরা। কিন্তু শুধু খাবার দিতে দেরি হওয়ায় বিয়ে না করে উঠে যান বর।
advertisement
4/5
বরযাত্রীদের কেন খাবার দিতে দেরি হবে, বার বার এই প্রশ্ন করে বিয়ে না করেই ফিরে যান পাত্র। শুধু তাই নয়, বিয়ে উপলক্ষে পাওয়া যাবতীয় উপহার কনেপক্ষকে ফিরিয়ে দেন বরের বাবা। অপমানিত কনেপক্ষ পুলিশে অভিযোগ জানিয়েছে।
বরযাত্রীদের কেন খাবার দিতে দেরি হবে, বার বার এই প্রশ্ন করে বিয়ে না করেই ফিরে যান পাত্র। শুধু তাই নয়, বিয়ে উপলক্ষে পাওয়া যাবতীয় উপহার কনেপক্ষকে ফিরিয়ে দেন বরের বাবা। অপমানিত কনেপক্ষ পুলিশে অভিযোগ জানিয়েছে।
advertisement
5/5
এমতাবস্থায় পাত্র ও তাঁর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় শুরু হয়েছে তীব্র উত্তেজনা। সামান্য খাবার দিতে দেরিতেই যে এতো বড় ঘটনা ঘটতে পারে তা মানতে পারছেন না কেউই।
এমতাবস্থায় পাত্র ও তাঁর বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা ঘিরে এলাকায় শুরু হয়েছে তীব্র উত্তেজনা। সামান্য খাবার দিতে দেরিতেই যে এতো বড় ঘটনা ঘটতে পারে তা মানতে পারছেন না কেউই।
advertisement
advertisement
advertisement