সূত্রের খবর, কনেপক্ষ খাবার দিতে দেরি করায় ঝামেলা শুরু হয়। উত্তেজিত বরযাত্রীদের সঙ্গে কনেপক্ষের শুরু হয় বচসা। এই অবস্থায় হঠাৎই ছাদনাতলা থেকে সটান উঠে পড়েন পাত্র। মানেন না নানা উপরোধেও। কনেপক্ষ থেকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা, কেউ তাঁকে বুঝিয়ে রাজি করাতে পারেননি।