Trending Viral News: ল্যাপটপে ১৫ বছরের বোনের হোয়াটসঅ্যাপ খোলা ছিল, একটা চ্যাট পড়ল দাদা...! দেখেই পায়ের তলার মাটি সরে গেল
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Trending Viral News: ছেলেটির ১৫ বছর বয়সী বোন সম্প্রতি তাঁর ল্যাপটপে হোয়াটসঅ্যাপে লগ ইন করে রেখে গিয়েছিল। ল্যাপটপটি খুললে দাদা একটি গোপন চ্যাট দেখতে যায়, যেখানের কথপোকথন ছিল অবাক করার মতো।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একটি পোষ্ট ভাইরাল হয়েছে। সেই পোষ্ট থেকে জানা গিয়েছে এক দাদা তাঁর ১৫ বছর বয়সী বোনের এই কথোপকথন পড়ে নেয় এবং ভীষণ চিন্তিত হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিট, r/indiasocial-এ একটি গ্রুপ আছে। সম্প্রতি এই গ্রুপের একজন ব্যবহারকারী,@বাবিদি_বাদা_বুম-৫০০ ছেলেটি তাঁর বোন সম্পর্কে একটি কথা বলেছেন যা তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পেরেছেন।
আরও পড়ুনঃ ১০০ টাকার নোট দিয়ে কেনেন ঠান্ডা পানীয়, টাকাও ফেরত দেন দোকানী! বাড়ি ফিরে কয়েন বার করতেই চক্ষু চড়কগাছ, কী ঘটল?
ঘটনাটি হল, ছেলেটির ১৫ বছর বয়সী বোন সম্প্রতি তাঁর ল্যাপটপে হোয়াটসঅ্যাপে লগ ইন করে রেখে গিয়েছিল। ল্যাপটপটি খুললে দাদা একটি গোপন চ্যাট দেখতে যায়, যেখানের কথপোকথন ছিল অবাক করার মতো। এই চ্যাটটি ছিল একটি ছেলের সঙ্গে, যে সম্ভবত তাঁর বোনের প্রেমিক ছিল। তাঁদের চ্যাট দেখে দাদাটি বোঝেন যে তাঁরা দুজনেই অরক্ষিত যৌন সম্পর্ক স্থাপন করেছে। সেই কারণেই ছেলেটি কোন ওষুধের কথা বলছে মেয়েটিকে, এবং চিন্তা করতে না বলছে। তবে, কোন ওষুধের কথা বলছে তা স্পষ্ট নয়।
advertisement

advertisement
এই পুরো চ্যাটটি পড়ার পর ভাইটি খুবই কষ্ট পান। তাঁর কী করা উচিত সে সম্পর্কে লোকেদের কাছে পরামর্শ চাইছে। সে বিশ্বাস করে যে তাঁর বোনের উপর তার রাগ প্রকাশ করা উচিত। কিন্তু লোকেরা তাকে সঠিক পরামর্শ দিয়েছে। অনেকে বলেছে যে রাগ করে কিছুই হবে না। বোনকে বন্ধুর মতো ব্যাখ্যা করতে হবে এবং তাঁর সঙ্গে কথা বলে তাঁকে অরক্ষিত যৌন সম্পর্কের বিপদ সম্পর্কে বলতে হবে। এই পোস্টটি এখন ভাইরাল হচ্ছে।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 05, 2025 10:16 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Trending Viral News: ল্যাপটপে ১৫ বছরের বোনের হোয়াটসঅ্যাপ খোলা ছিল, একটা চ্যাট পড়ল দাদা...! দেখেই পায়ের তলার মাটি সরে গেল