Trending Viral News: ১০০ টাকার নোট দিয়ে কেনেন ঠান্ডা পানীয়, টাকাও ফেরত দেন দোকানী! বাড়ি ফিরে কয়েন বার করতেই চক্ষু চড়কগাছ, কী ঘটল?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Trending Viral News: সম্প্রতি, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীও একই কাজ করেছিলেন। তিনি একটি দোকানে ঠান্ডা পানীয় কিনতে গিয়েছিলেন। তিনি নগদ টাকা দিয়েছিলেন এবং দোকানদার তাঁকে বিনিময়ে মুদ্রা দিয়েছিলেন। দোকানদার তাঁকে মুদ্রা হিসেবে দুটি মুদ্রা দিয়েছিলেন।
যদিও মানুষ আজকাল UPI ব্যবহার করে বেশি, তবে কিছু মানুষ এখনও ক্যাশ ব্যবহার করে। অনেক দোকানেই এখনও অনলাইন পেমেন্ট-এর ব্যবস্থা নেই। সেই সব দোকানে ক্যাশ দিতে হয়। তাছাড়াও কিছু দোকানে মানুষ ছোট-বড় জিনিস কেনার জন্য নগদ টাকা দিতেই স্বাচ্ছন্দ বোধ করেন। অনেক সময়, ক্রতারা বড় নোট দেয় এবং দোকানদার বাকি টাকা ফেরত দেয়।
সম্প্রতি, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীও একই কাজ করেছিলেন। তিনি একটি দোকানে ঠান্ডা পানীয় কিনতে গিয়েছিলেন। তিনি নগদ টাকা দিয়েছিলেন এবং দোকানদার তাঁকে বিনিময়ে মুদ্রা দিয়েছিলেন। দোকানদার তাঁকে মুদ্রা হিসেবে দুটি মুদ্রা দিয়েছিলেন। ব্যক্তিটি মনোযোগ না দিয়ে সেগুলো বাড়িতে নিয়ে যান। কিন্তু যখন তিনি বাড়িতে গিয়ে মুদ্রাগুলো মনোযোগ সহকারে দেখলেন, তখন তিনি হতবাক হয়ে গেলেন। মুদ্রাটি দেখলে আপনিও অবাক হবেন, কারণ এটি কোনও ভারতীয় মুদ্রা নয়, বরং একটি বিদেশী মুদ্রা।
advertisement
আরও পড়ুনঃ জাস্ট দিনে দুটো! হাই কোলেস্টেরল হুড়মুড়িয়ে কমাবে ‘এই’ ফল! একমাসেই ম্যাজিক! চিকিৎসকরা দিচ্ছেন গ্যারান্টি
দোকানদার ইউরো ফেরত দিল!
advertisement
লোকটি জানাল যে তিনি ঠান্ডা পানীয়ের ক্যান কিনতে গিয়েছিল। দোকানদার তাঁকে দুটি ৫ টাকার কয়েন ফেরত দিল। কিন্তু দোকানদার বা লোকটি কেউই খেয়াল করল না যে ওই কয়েনগুলির মধ্যে একটি আসলে ১ ইউরোর কয়েন। ১ ইউরোর মূল্য ৯৭ টাকা। এই অনুসারে, যদি দোকানদারকে ১০ টাকা ফেরত দিতে হয়, তাহলে সে ১০২ টাকা ফেরত দিল। তবে, ব্যবহারকারী সেই ১ ইউরোর কয়েন কোথায় পাঠাবে তা ভাবনার বিষয়। হয়তো সেই কয়েন পাঠানোর পরিবর্তে, সে এটি নিজের কাছে স্যুভেনির হিসেবে রাখবে।
advertisement

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Reddit, r/indiasocial-এ একটি গ্রুপ আছে। এই গ্রুপে, @QuickOriginal নামে একজন ব্যবহারকারী সম্প্রতি দুটি মুদ্রার একটি ছবি পোস্ট করেছেন যা প্রথম নজরে সাধারণ মুদ্রার মতো মনে হবে।
পোস্টটিতে মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন-
এই পোস্টটি প্রায় ১০ হাজার রিয়্যাকশন পেয়েছে, অর্থাৎ লাইক পেয়েছে এবং অনেকেই মন্তব্য করে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন জিজ্ঞাসা করলেন দোকানদার ইউরো কোথা থেকে পেলেন? একজন বললেন যে দোকানদারের নিশ্চয়ই প্রায় ৯৫ টাকার ক্ষতি হয়েছে। একজন বললেন যে তাঁর মা ভুল করে পূজার পরে পণ্ডিত জিকে ১ ইউরো দিয়েছিলেন।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 04, 2025 9:54 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Trending Viral News: ১০০ টাকার নোট দিয়ে কেনেন ঠান্ডা পানীয়, টাকাও ফেরত দেন দোকানী! বাড়ি ফিরে কয়েন বার করতেই চক্ষু চড়কগাছ, কী ঘটল?