মাত্র ১ টাকায় VIP রুম! AC-গিজারের সুবিধা, ২৫ টাকায় লাঞ্চ...! চা, বাটার মিল্ক ফ্রি! এখানেই যাচ্ছেন সবাই দলে দলে
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
এই হোটেলের মূল উদ্দেশ্য ধর্মীয় ও সামাজিক সেবা। হোটেলটি মূলত দূর-দূরান্ত থেকে আসা তীর্থযাত্রী, পর্যটক এবং দুঃস্থ মানুষদের সুবিধার জন্য খোলা হয়েছে, যাতে তারা স্বল্প খরচে আরামদায়কভাবে থাকতে পারেন।
মাত্র ১ টাকায় ভিআইপি রুম! এসি-গিজারের সুবিধা, ২৫ টাকায় লাঞ্চ, চা, বাটার মিল্ক ফ্রি! আপনি কি কল্পনা করতে পারেন যে মাত্র ১ টাকায় আপনি একটি বিলাসবহুল হোটেলের ভিআইপি রুম পেতে পারেন? বর্তমান মূল্যবৃদ্ধির যুগে এটি অবিশ্বাস্য মনে হলেও, এটি সত্যি! এমনই একটি হোটেল রয়েছে, যেখানে মাত্র ১ টাকায় অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়।
এখানকার পরিষেবাও কোনও পাঁচতারা হোটেলের চেয়ে কম নয়। বিশেষ আকর্ষণ হল, এখানে মাত্র ৫ টাকায় জলখাবার, ২৫ টাকায় লাঞ্চ, এবং চা ও বাটার মিল্ক একেবারে বিনামূল্যে দেওয়া হয়। ইনস্টাগ্রামে এই হোটেলের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
advertisement
advertisement
কেন মাত্র ১ টাকায় রুম দেওয়া হচ্ছে?
ভাইরাল ভিডিও অনুযায়ী, রাজস্থানের নাগৌরে এই হোটেলের মূল উদ্দেশ্য ধর্মীয় ও সামাজিক সেবা। হোটেলটি মূলত দূর-দূরান্ত থেকে আসা তীর্থযাত্রী, পর্যটক এবং দুঃস্থ মানুষদের সুবিধার জন্য খোলা হয়েছে, যাতে তারা স্বল্প খরচে আরামদায়কভাবে থাকতে পারেন।
advertisement
advertisement
বিলাসবহুল হোটেলের মতো সুযোগ-সুবিধা!
মাত্র ১ টাকায় থাকার সুযোগ পেলেও অতিথিদের জন্য রয়েছে আধুনিক সুযোগ-সুবিধা!
– এসি যুক্ত রুম
advertisement
– ২৪ ঘণ্টা বিদ্যুৎ
– গরম জলের ব্যবস্থা
– বিনামূল্যে ওয়াই-ফাই
– পরিষ্কার বিছানা ও ঘর পরিষেবা
– শান্তিপূর্ণ ও আরামদায়ক পরিবেশ
কে এই সুবিধা পেতে পারেন?
– মূলত তীর্থযাত্রী, পর্যটক ও দুঃস্থ ব্যক্তিদের জন্য এই সুবিধা বরাদ্দ।
advertisement
– বিশেষভাবে প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়।
– প্রয়োজনের ভিত্তিতে হোটেল প্রশাসন অতিথিদের থাকার অনুমতি দেয়।
কী ভাবে বুকিং করবেন?
– এই হোটেলে থাকতে হলে আগে থেকে বুকিং করতে হয়।
– হোটেলে সরাসরি গিয়েও থাকার অনুমতি পাওয়া যেতে পারে, তবে কক্ষ খালি থাকলে তবেই এটি সম্ভব।
– বুকিংয়ের জন্য হোটেলের নির্দিষ্ট ফোন নম্বর বা ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে।
advertisement
এই অনন্য উদ্যোগ দেখে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। অনেক পর্যটক ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী হোটেলটির প্রশংসা করেছেন। স্থানীয় প্রশাসনও এই উদ্যোগকে পর্যটন শিল্পকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে। এই হোটেলের মূল লক্ষ্য হল সেবা ও দানের মনোভাবকে প্রচার করা, যাতে ধর্মীয় স্থান ও পর্যটন কেন্দ্রগুলিতে আসা ভ্রমণার্থীদের জন্য সুবিধা নিশ্চিত করা যায়।
view commentsLocation :
Nagaur,Nagaur,Rajasthan
First Published :
March 06, 2025 1:11 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মাত্র ১ টাকায় VIP রুম! AC-গিজারের সুবিধা, ২৫ টাকায় লাঞ্চ...! চা, বাটার মিল্ক ফ্রি! এখানেই যাচ্ছেন সবাই দলে দলে

