ওয়েটিং 'টিকিট'? ট্রেনের সংরক্ষিত কামরায় উঠলে কী হতে পারে আপনার সঙ্গে? TT যা করতে পারে...জেনে নিন!

Last Updated:
Train Ticket: জানেন, ওয়েটিং টিকিট (Waiting Ticket) নিয়ে ট্রেনে উঠলে টিটি আপনার সঙ্গে কী করতে পারে?
1/9
ভারতীয় রেলে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, যদি আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকে আর তাতেই ট্রেনে উঠে পড়েন, তাহলে কী হবে? জরিমানা? নাকি আরও বড় শাস্তি? না জানলে জেনে নিন এখনই।
ভারতীয় রেলে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, যদি আপনার টিকিট ওয়েটিং লিস্টে থাকে আর তাতেই ট্রেনে উঠে পড়েন, তাহলে কী হবে? জরিমানা? নাকি আরও বড় শাস্তি? না জানলে জেনে নিন এখনই। Image: Representative (ChatGPT)
advertisement
2/9
রেলের নিয়ম যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠোর। ভুল করলে ফাঁসতে পারেন বড়সড় জরিমানার ফাঁদে, এমনকি পড়তে হতে পারে আরও বড় বিপদে!
রেলের নিয়ম যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠোর। ভুল করলে ফাঁসতে পারেন বড়সড় জরিমানার ফাঁদে, এমনকি পড়তে হতে পারে আরও বড় বিপদে!
advertisement
3/9
অনেকেই মনে করেন, ওয়েটিং টিকিট থাকলেই ট্রেনে উঠে পড়া যায়। কিন্তু বাস্তবে সংরক্ষিত কামরায় ওয়েটিং টিকিট নিয়ে প্রবেশ করলেই টিটির কড়া নজরে পড়তে পারেন। অনেক সময় দেখা যায়, শেষ মুহূর্তে টিকিট কনফার্ম না হওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে ট্রেনে উঠে পড়েন, ভাবেন যে টিটি এসে হয়তো কোনও বিকল্প ব্যবস্থা করে দেবেন। কিন্তু এই ভুল ধারণা বড় সমস্যার কারণ হতে পারে!
অনেকেই মনে করেন, ওয়েটিং টিকিট থাকলেই ট্রেনে উঠে পড়া যায়। কিন্তু বাস্তবে সংরক্ষিত কামরায় ওয়েটিং টিকিট নিয়ে প্রবেশ করলেই টিটির কড়া নজরে পড়তে পারেন। Image: Representative (ChatGPT)
advertisement
4/9
অনেক সময় দেখা যায়, শেষ মুহূর্তে টিকিট কনফার্ম না হওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে ট্রেনে উঠে পড়েন, ভাবেন যে টিটি এসে হয়তো কোনও বিকল্প ব্যবস্থা করে দেবেন। কিন্তু এই ভুল ধারণা বড় সমস্যার কারণ হতে পারে!
অনেক সময় দেখা যায়, শেষ মুহূর্তে টিকিট কনফার্ম না হওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে ট্রেনে উঠে পড়েন, ভাবেন যে টিটি এসে হয়তো কোনও বিকল্প ব্যবস্থা করে দেবেন। কিন্তু এই ভুল ধারণা বড় সমস্যার কারণ হতে পারে!
advertisement
5/9
ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কী হতে পারে?✅ স্লিপার কোচে উঠলে: ২৫০ টাকা জরিমানা + পুরো যাত্রার ভাড়া + অতিরিক্ত চার্জ ✅ থার্ড এসি বা সেকেন্ড এসিতে উঠলে: ৪৪০ টাকা জরিমানা + পুরো যাত্রার ভাড়া ✅ ফার্স্ট ক্লাস বা প্রিমিয়াম কোচে উঠলে: দূরত্ব অনুযায়ী জরিমানা ১০ গুণ পর্যন্ত বাড়তে পারে
ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কী হতে পারে? ✅ স্লিপার কোচে উঠলে: ২৫০ টাকা জরিমানা + পুরো যাত্রার ভাড়া + অতিরিক্ত চার্জ ✅ থার্ড এসি বা সেকেন্ড এসিতে উঠলে: ৪৪০ টাকা জরিমানা + পুরো যাত্রার ভাড়া ✅ ফার্স্ট ক্লাস বা প্রিমিয়াম কোচে উঠলে: দূরত্ব অনুযায়ী জরিমানা ১০ গুণ পর্যন্ত বাড়তে পারে Image: Representative (ChatGPT)
advertisement
6/9
টিটি কী করতে পারে?ওয়েটিং টিকিট থাকলে ট্রেনে ওঠার পর টিটি চাইলে— 🔹 স্টেশনে নামিয়ে দিতে পারেন 🔹 সাধারণ কোচে যেতে বাধ্য করতে পারেন 🔹 মোটা অঙ্কের জরিমানা করতে পারেন
টিটি কী করতে পারে? ওয়েটিং টিকিট থাকলে ট্রেনে ওঠার পর টিটি চাইলে— 🔹 স্টেশনে নামিয়ে দিতে পারেন 🔹 সাধারণ কোচে যেতে বাধ্য করতে পারেন 🔹 মোটা অঙ্কের জরিমানা করতে পারেন।
advertisement
7/9
টিটি কী করতে পারে?ওয়েটিং টিকিট থাকলে ট্রেনে ওঠার পর টিটি চাইলে— 🔹 স্টেশনে নামিয়ে দিতে পারেন 🔹 সাধারণ কোচে যেতে বাধ্য করতে পারেন 🔹 মোটা অঙ্কের জরিমানা করতে পারেন
টিটি কী করতে পারে? ওয়েটিং টিকিট থাকলে ট্রেনে ওঠার পর টিটি চাইলে— 🔹 স্টেশনে নামিয়ে দিতে পারেন 🔹 সাধারণ কোচে যেতে বাধ্য করতে পারেন 🔹 মোটা অঙ্কের জরিমানা করতে পারেন Image: Representative (ChatGPT)
advertisement
8/9
তাহলে উপায় কী?কনফার্ম টিকিট ছাড়া সংরক্ষিত কোচে না ওঠাই ভাল।ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, ওয়েটিং টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ। তাই শেষ মুহূর্তে ট্রেনে ওঠার আগে একবার টিকিটের স্ট্যাটাস ভালো করে দেখে নিন, নাহলে হতে পারে বড় বিপদ!
তাহলে উপায় কী? কনফার্ম টিকিট ছাড়া সংরক্ষিত কোচে না ওঠাই ভাল।ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী, ওয়েটিং টিকিট নিয়ে সংরক্ষিত কামরায় ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ। তাই শেষ মুহূর্তে ট্রেনে ওঠার আগে একবার টিকিটের স্ট্যাটাস ভালো করে দেখে নিন, নাহলে হতে পারে বড় বিপদ!
advertisement
9/9
বাস্তবে সংরক্ষিত কামরায় ওয়েটিং টিকিট নিয়ে প্রবেশ করলেই টিটির কড়া নজরে পড়তে পারেন। অনেক সময় দেখা যায়, শেষ মুহূর্তে টিকিট কনফার্ম না হওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে ট্রেনে উঠে পড়েন, ভাবেন যে টিটি এসে হয়তো কোনও বিকল্প ব্যবস্থা করে দেবেন। কিন্তু এই ভুল ধারণা বড় সমস্যার কারণ হতে পারে!
বাস্তবে সংরক্ষিত কামরায় ওয়েটিং টিকিট নিয়ে প্রবেশ করলেই টিটির কড়া নজরে পড়তে পারেন। অনেক সময় দেখা যায়, শেষ মুহূর্তে টিকিট কনফার্ম না হওয়ায় যাত্রীরা বাধ্য হয়ে ট্রেনে উঠে পড়েন, ভাবেন যে টিটি এসে হয়তো কোনও বিকল্প ব্যবস্থা করে দেবেন। কিন্তু এই ভুল ধারণা বড় সমস্যার কারণ হতে পারে! Image: Representative (ChatGPT)
advertisement
advertisement
advertisement