মালাবদল শেষ, সাত পাক ঘুরলেন বর-কনে, রাত পেরোতেই জানা গেল গোপন 'সত্যি'...! বিয়ে ভেঙে গেল
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
ধুমধাম করে বিয়ে হল, মালাবদলও হয়ে গেল, সাতপাকও ঘোরা হল, কিন্তু কন্যাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়ার ঠিক আগে ঘটে গেল এমন কিছু, যা কেউ ভাবতেই পারেনি।
advertisement
advertisement
advertisement
advertisement
বিদায়ের সময় হঠাৎই আলোচনায় উঠে আসে কুলদেবতার প্রসঙ্গ। জানা যায়, বর ও কনের কুলদেবতা আলাদা। কনের পরিবার দাবি করে, এই বিয়ে চলবে না, কারণ দুই পরিবার ভিন্ন কুলদেবতাকে মানে। কনের মামা রাম নবাজ অভিযোগ তোলেন যে, বরপক্ষ এই তথ্য গোপন করেছিল এবং প্রতারণা করেছে। কনের পরিবার ক্ষুব্ধ হয়ে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
advertisement
উত্তরপ্রদেশের বরাবাঁকি থেকে সামনে এল এমনই এক চমকপ্রদ ঘটনা। কনের পরিবার দাবি করল, বর ও কনের কুলদেবতা আলাদা, তাই এই বিয়ে হতে পারে না! ষয়টি গড়ায় থানায়। বরপক্ষ কনের পরিবারের বিরুদ্ধে গয়না আত্মসাতের অভিযোগ তোলে, আর কনের পরিবার দাবি করে, বিয়েতে যে খরচ হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে। পঞ্চায়েত বসে, দীর্ঘ আলোচনার পর শেষমেশ দুই পরিবার সমঝোতায় পৌঁছয় এবং বিয়ে বাতিল হয়ে যায়।
advertisement
