Cobra Snake viral video: মুখে গোখরো সাপ নিয়ে ভিডিও করছিলেন যুবক, ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা, দেখুন ভিডিও
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Viral video of snake: তেলঙ্গানায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বিখ্যাত হওয়ার জন্য মুখে গোখরো সাপ রেখে খেলা দেখাচ্ছিলেন যুবক। ভিডিওর চলাকালীনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।
অমরাবতী: তেলঙ্গানায় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। বিখ্যাত হওয়ার জন্য মুখে গোখরো সাপ রেখে খেলা দেখাচ্ছিলেন যুবক। ভিডিওর চলাকালীনই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা।
ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলায়। ২০ বছর বয়সি যুবক শিবরাজ রাস্তার মাঝখানে একটি পূর্ণবয়স্ক কোবরার মাথা মুখে নিয়েছিলেন যুবক। যুবকের মুখে আটকা পড়ে গিয়ে ছটফট করছিল গোখরো সাপটি। তখনই প্রাণে বাঁচার জন্য কামড় বসিয়ে দেয় সেই সাপটি।
advertisement
advertisement
যুবকটি প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। তিনি তখনও হাতজোড় করে ক্যামেরার দিকে তাকিয়ে ছিল। সাপটিও ছটফট করছিল তখনই। এই অবস্থাতেই ভিডিওটি শেষ হয়ে যায়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি নিউজ১৮ বাংলা।
A young man in Telangana tragically died after being bitten by a cobra while he tried to make a reel with the snake in his mouth. pic.twitter.com/SwQC3TJ5GJ
— The Siasat Daily (@TheSiasatDaily) September 6, 2024
advertisement
সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবর অনুযায়ী, মৃত যুবক এবং তার বাবা দুজনেই সাপ উদ্ধার করেন। তাঁরা সাপটিকে উদ্ধারও করেছিলেন, তারপরেই সেই যুবক তাঁর বাবাকে অনুরোধ করেন ভিডিও রেকর্ড করার জন্য। তারপরেই ঘটে গেল বিপত্তি। গোখরো সাপ চূড়ান্ত বিষাক্ত সাপগুলির মধ্যে একটি। সাপটি যখনই আটকা পড়ে বিপদ বুঝেছিল তখনই কামড় বসিয়ে দেয়। বিষের তীব্রতা এতটাই বেশি ছিল যে যুবককে আর বাঁচানো যায়নি বলেই দাবি।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2024 1:07 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Cobra Snake viral video: মুখে গোখরো সাপ নিয়ে ভিডিও করছিলেন যুবক, ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা, দেখুন ভিডিও