Adult relationship arrest: কলকাতা শহরতলিতে মধুচক্রের হদিস! উদ্ধার গর্ভনিরোধক-সহ বিভিন্ন সামগ্রী, গ্রেফতার বহু

Last Updated:

Honey trap racket: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ অভিযানে নিউ ব্যারাকপুর থানা এলাকার বোর্ডঘর এলাকায় হানা দিয়ে এক বিশাল মধুচক্রের হদিস পেল পুলিশ।

কলকাতার কাছে মধুচক্রের হদিস।
কলকাতার কাছে মধুচক্রের হদিস।
উত্তর ২৪ পরগনা: রাজ্য জুড়ে যেখানে নারীরা সোচ্চার হয়েছেন আরজি কর কাণ্ড নিয়ে, পাশাপাশি নারী সুরক্ষার দাবি জানাচ্ছেন। সেই আবহে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশেষ অভিযানে নিউ ব্যারাকপুর থানা এলাকার বোর্ডঘর এলাকায় হানা দিয়ে এক বিশাল মধুচক্রের হদিস পেল পুলিশ।
উদ্ধার করা হয়েছে বেশ কয়েকজন মহিলা ও ১৬ জন যুবককে। শুধু তাই নয়, ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ নেশার তরল পানীয় (বিয়ার), নগদ ৮২ হাজার টাকা, প্রচুর কন্ডোম, কিউআর কোড, ল্যাপটপ, আইপ্যাড ও প্রায় ছটি মোবাইল ফোন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অ্যাডিশনাল ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা সাংবাদিক সম্মেলন করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা বিভাগ এবং নিউ বারাকপুর ও ঘোলা থানার যৌথ উদ্যোগে হানা দেওয়া হয়।
advertisement
advertisement
বোর্ডঘর এলাকার সুধীনপল্লির এক দ্বিতল বাড়িতে বৃহস্পতিবার গভীর রাতে ব্যারাকপুর পুলিশের বিশেষ দল পৌঁছয়। অভিযান চালিয়ে ১৫ জন যুবক ও ৯ জন মহিলাকে গ্রেফতার করে পুলিশ। প্রায় পাঁচ বছর ধরে চলছিল এই বিরাট মধু চক্রের আসর বলে জানা গিয়েছে। এর আগেও একাধিক বার পুলিশ অভিযান চালিয়ে বহু যুবককে আটক করেছিল পুলিশ। পরবর্তীতে আদালত থেকে ছাড়া পেয়ে আবারও এই ব্যবসা চালাত বলে জানা গিয়েছে।
advertisement
মহিলাদের বয়স ২৫-এর উপরে। মধুচক্রের মূল পাণ্ডা হিসাবে অভিযুক্ত রনি দে-কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর আগেও গ্রেফতার হয়েছিল সে, জেল থেকে ছাড়া পেয়ে আবারও দাপিয়ে মধু চক্র চালাচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, এর পিছনে রাজনৈতিক নেতাদের মদত রয়েছে। বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েদের নিয়ে এসে যুগবেড়িয়া দক্ষিণ বোর্ডঘর এলাকায় নিজের দোতলা বাড়িতে রমরমিয়ে ফেঁদে ছিল ব্যবসা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adult relationship arrest: কলকাতা শহরতলিতে মধুচক্রের হদিস! উদ্ধার গর্ভনিরোধক-সহ বিভিন্ন সামগ্রী, গ্রেফতার বহু
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement