Iphone 16 price: মুক্তির আগেই দাম ফাঁস! আইফোন ১৬ সিরিজের মডেল কিনতে কত খরচ হবে জানেন?
- Published by:Ratnadeep Ray
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
IPhone 16 price leaked: আইফোন ১৬ সিরিজের দাম কত হতে পারে। এই নিয়েই এখন জল্পনা কল্পনা চলছে নেটদুনিয়ায়। দাম যে বেশি হতে চলেছে, প্রত্যেকেই মোটামুটি একমত। কিন্তু কত বেশি, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।
advertisement
advertisement
advertisement
অ্যাপল হাবের মতে, আইফোন ১৬-এর দাম হতে চলেছে ৭৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬,৩০০ টাকা। আইফোন ১৬ প্লাসের দাম হবে ৮৯৯ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭৪,৬০০ টাকা। আইফোন ১৬ প্রো-এর দাম ১,০৯৯ ডলার হতে চলেছে, ভারতীয় মুদ্রায় প্রায় ৯১,২০০ টাকা। এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১,১৯৯ ডলার হতে পারে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় এরদাম পড়বে ৯৯,৫০০ টাকা।
advertisement
এআই সার্কিটের বেশিরভাগ কোম্পানিই নতুন ফিচারের পরিষেবা দেওয়ার জন্য আলাদা কোনও চার্জ নিচ্ছে না। আইফোন ১৬ সিরিজের দামের মধ্যেই তা ধরা রয়েছে। এখন কেউ বলতে পারেন, আইফোন ১৫ সিরিজের মতোই দাম, খুব একটা আলাদা কিছু তো নয়। যাইহোক ভারতের মতো দেশে আইফোন কিনতে মোটামুটি ৮০ হাজার টাকা পড়ে। এর সঙ্গে ট্যাক্স এবং অন্যান্য শুল্ক মিলিয়ে দাম কমবেশি হতে পারে।
advertisement
একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আইফোন ১৬ প্রো মডেলের ফোন ভারতেই অ্যাসেম্বল হবে। এর ফলে রাজস্ব হার কমবে। তার প্রভাবে দামও কমতে পারে। তবে সেটা খুব বেশি কমবে বলে মনে করছেন না টেক বিশেষজ্ঞরা। তবে এ কথাও অস্বীকার করার উপায় নেই, ভারতে আইফোন ১৫ সিরিজের দাম ৬ হাজার টাকা পর্যন্ত কমিয়েছিল অ্যাপল। ট্যাক্স ছাড়ের কারণেই এই দামে স্বপ্নের ফোন কিনতে পেরেছিলেন ভারতীয়রা। এখন আইফোন ১৬ সিরিজের ক্ষেত্রে কী হয় সেটাই দেখার।