Maha Shivaratri 2020: শিবরাত্রিতে যে শক্তিশালী মন্ত্রে টাকা আসে হু-হু করে, জেনে নিন...

Last Updated:

Maha Shivaratri 2020: মহাশিবরাত্রিতে খুব সকালে তিল ভেজা জলে স্নান করলে ভালো৷ শিবপুরাণের মতে, তাতে শরীর শুদ্ধ হবে৷ তারপর সঙ্কল্প করবেন৷ ওম নমঃ শিবায়ঃ বীজমন্ত্রে প্রণাম জানান শিবকে৷

কয়েক দিন পরেই শিবরাত্রি৷ গোটা দেশ রাত জেগে শিবের ব্রত পালন করবে৷ ৪ প্রহরে ৪ বার শিবপুজো করবে৷ এই পুজোয় অবশ্যই প্রয়োজন গঙ্গামাটি, শুদ্ধমাটি, বিল্বপত্র, গঙ্গাজল, ফুল, দুগ্ধ, দধি, ঘৃত, মধু, কলা, ডাব, নারকেল ইত্যাদি৷
বছরে ১২ বার শিবরাত্রি৷ কিন্তু আগামী ২১ ফেব্রুরা যে তিথিটি, তা হল মহাশিবরাত্রি৷ সবচেয়ে পবিত্র৷ এই দিনটিতে নিষ্ঠাভরে ব্রত পালন করলে, শিব সন্তুষ্ট হন এবং ভক্তের মনের বাসনা পূর্ণ করেন৷ তাই দেশের লক্ষ লক্ষ শিবভক্তের কাছে এই দিনটি অতি শুভ৷ শিবপুরাণ মতে, মহাশিবরাত্রি ব্রতপালন বিধি অনুসারে ত্রয়োদশীতে এক বেলা নিরামিষ আহার খেয়ে থাকতে হয়। যাতে চতুর্দশীতে উদরে আহারের কণামাত্রও না থাকে৷
advertisement
মহাশিবরাত্রি মহাশিবরাত্রি
advertisement
মহাশিবরাত্রিতে খুব সকালে তিল ভেজা জলে স্নান করলে ভালো৷ শিবপুরাণের মতে, তাতে শরীর শুদ্ধ হবে৷ তারপর সঙ্কল্প করবেন৷ ওম নমঃ শিবায়ঃ বীজমন্ত্রে প্রণাম জানান শিবকে৷ রাতভর চলে শিবরাত্রির ব্রত৷ তাই সন্ধেবেলাতেও একবার স্নান করে শুদ্ধ হয়ে পুজোর জোগাড় করুন। হাতের কাছে গুছিয়ে রাখুন জল, দুধ, দই, ঘি, মধু, ফুল, বেলপাতা, গোলাপ জল, চন্দন বাটা, কুঙ্কুম বা সিঁদুর, ধূপ, ঘিয়ের প্রদীপ, পাঁচটি ফল, মিষ্টি।
advertisement
ভগবান শিব ভগবান শিব
প্রথম প্রহরে ‘হ্রীং ঈশাণায় নমঃ’ মন্ত্রে দুধ দিয়ে, দ্বিতীয় প্রহরে ‘হ্রীং অঘোরায় নমঃ’ মন্ত্রে দই দিয়ে, তৃতীয় প্রহরে ‘হ্রীং বামদেবায় নমঃ’ মন্ত্রে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে ‘হ্রীং সদ্যোজাতায় নমঃ’ মন্ত্রে মধু দিয়ে স্নান করিয়ে পুজো করতে হয়। এই সময় প্রার্থনা করা হয়, হে শিব, তোমাকে নমস্কার। তুমি সৌভাগ্য, আরোগ্য, বিদ্যা, অর্থ, স্বর্গ, অপবর্গ দিয়ে থাকো। তাই এগুলো তোমার কাছে প্রার্থনা করছি। হে গৌরীপতি, তুমি আমাদের ধর্ম, জ্ঞান, সৌভাগ্য, কাম, সন্তান, আয়ু ও অপবর্গ দাও। অভিষেকের পরে বেলপাতার মালা শিবলিঙ্গে দেওয়া নিয়ম। তার পর, ফুলে সাজিয়ে দিন শিবলিঙ্গ। ফুল এবং মালা দেওয়ার সময়ে উচ্চারণ করুন ওম নমঃ শিবায়ঃ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Maha Shivaratri 2020: শিবরাত্রিতে যে শক্তিশালী মন্ত্রে টাকা আসে হু-হু করে, জেনে নিন...
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement