শাড়ি পরে জিমে! শীতেও উষ্ণতা চরমে তুললেন এই মহিলা, দেখুন সেই ভিডিও
- Published by:Uddalak B
Last Updated:
এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে এই ভিডিওর ভিউ পৌঁছে গিয়েছে ২.৪৪ কোটিতে৷
#নয়াদিল্লি: শাড়ি পরে জিমে৷ কার্যত অসাধ্য সাধন করেছেন তিনি৷ আর সেই অদ্ভুত কাণ্ডের ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়৷ অনেক ফিটনেস উৎসাহীর জীবন যাপনের অন্যতম অঙ্গ হল জিমনাশিয়াম৷ সেখানে শরীরচর্চা না করলে তাঁদের মুড ভাল হয় না৷ কিন্তু সেই জিমের নির্দিষ্ট ওয়ার্কআউটের পোশাক আছে৷ এই মহিলা ভেঙে দিলেন সমস্ত রেকর্ড৷
আরও পড়ুন: নজিরবিহীন! সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁস আটকাতে মাধ্যমিক নিয়ে বড় পদক্ষেপ মধ্যশিক্ষা পর্ষদের
আরও পড়ুন: ক্লাসে ব্ল্যাকবোর্ডের জায়গা নিয়েছে স্মার্ট কম্পিউটার, জেলার মধ্যে প্রথম স্মার্ট সরকারি স্কুল
ইনস্টাগ্রামে রিনা সিং নামে একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে৷ সেই অ্যাকাউন্ট থেকে নিয়মিত শরীরচর্চার ভিডিও পোস্ট করা হয়৷ সেখানেই নজরে পড়েছে এই চমকপ্রদ ভিডিওটি৷
advertisement
advertisement
সেখানে দেখা যাচ্ছে একটি গোলাপী শাড়ি পরে অনেক কঠিন কঠিন ব্যায়াম সারছেন ওই মহিলা৷ এই মহিলা আসলে একটি বিশেষ বার্তা দিতে এই ভিডিও করেছেন বলে খবর৷ তিনি বোঝাতে চেয়েছেন, শরীরে পোশাক কোনও কিছুর কোনও বাধাই নয়৷ চাইলে যে কোনও পোশাকে যে কোনও কাজ করা যায়৷
advertisement
এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে এই ভিডিওর ভিউ পৌঁছে গিয়েছে ২.৪৪ কোটিতে৷ এখনও পর্যন্ত ৬ লক্ষ লাইক পড়েছে এই পোস্টে৷ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হওয়ার পরেই অনেকেই নানারকমের কমেন্টও করেছেন৷ তবে কয়েকজন দিয়েছেন নানারকমের গুরুত্বপূর্ণ পরামর্শও৷ লেখা হয়েছে, কয়েকটি ব্যায়াম এতে করা গেলেও, সমস্তটা করা সম্ভব নয়, তাতে চোট পেতে পারেন যে কেউ৷
advertisement
একজন আবার লিখেছেন, ‘অনেকেই প্রশ্ন করছেন, ‘‘কেন?’’৷ ইনস্টাগ্রাম বা অন্য এমনই কোনও সোশ্যাল মিডিয়ায় নিজেকে জনপ্রিয় করে প্রতিষ্ঠিত করতে গেলে ছক ভাঙা কোনও কাণ্ড ঘটাতে হয়৷ এই মহিলাই সেটির প্রমাণ৷ তিনি খুব সাধারণ চলতি জিমের পোশাকে এলে, এই ভিডিও এত জনপ্রিয়তা পেত না৷ তিনি ঠিকই করেছেন৷ তিনি নিজে স্বীকারও করেছেন, রিল বানানোর জন্যই তিনি এই কাণ্ড করেছেন৷’’
view commentsLocation :
New Delhi,Delhi
First Published :
January 07, 2023 6:36 PM IST

