Hooghly News: ক্লাসে ব্ল্যাকবোর্ডের জায়গা নিয়েছে স্মার্ট কম্পিউটার, জেলার মধ্যে প্রথম স্মার্ট সরকারি স্কুল
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
স্কুলের ব্ল্যাকবোর্ডের জায়গা নিয়েছে স্মার্ট কম্পিউটার। অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে পড়াশোনা করতে উৎসাহিত ছাত্রছাত্রীরাও।
#হুগলি: স্কুলের ব্ল্যাকবোর্ডের জায়গা নিয়েছে স্মার্ট কম্পিউটার। অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে পড়াশোনা করতে উৎসাহিত ছাত্রছাত্রীরাও। হুগলি জেলায় প্রথম স্মার্ট ক্লাস রুম চালু হয়েছে পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। স্মার্ট ক্লাসরুম পেয়ে খুশি ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক সকলেই। নিম্ন বুনিয়াদি স্কুল গুলির মধ্যে যখন ছাত্র-ছাত্রীর সংখ্যা হ্রাস পাচ্ছে ঠিক তখনই স্মার্ট ক্লাস চালু করায় আগামীতে ছাত্র সংখ্যা বৃদ্ধি হবে বলে অনুমান করছেন স্কুলের প্রধান শিক্ষক।
দিন বদলাচ্ছে , সময় বদলাচ্ছে, বদলের সঙ্গে তাল মিলিয়ে বদলাচ্ছে সমাজ ব্যবস্থা ও। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার মান বৃদ্ধি করার জন্য ইংরেজি মাধ্যমের স্কুলগুলিতে স্মার্ট ক্লাস চালু হয়েছিল আগে। তবে সরকারি স্কুলগুলি একটু পিছিয়ে ছিল সেই দিক থেকে। এবার জেলার মধ্যে প্রথম স্মার্ট ক্লাস চালু করে দৃষ্টান্ত তৈরি করল হুগলির পান্ডুয়ার হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। এই অডিও ভিজুয়াল ক্লাসের মাধ্যমে যেমন পড়ালেখা মজাদার হয়ে উঠছে ছাত্র-ছাত্রীদের মধ্যে ঠিক তেমনি পড়াশোনা বোঝানোর ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রয়েছে এই স্মার্ট ক্লাসের।
advertisement
আরও পড়ুন: জব কার্ড একজনের, আবাস যোজনার সুবিধা পেয়েছেন আরেকজন! কোচবিহারে শোরগোল
১৯৫২ সালে এলাকার বেশ কয়েকজন ছাত্রকে নিয়ে পথ চলা শুরু করেছিল এই স্কুল। বর্তমান সময়ে জেলার অন্যান্য কুলগুলিকে পিছনে ফেলে এই স্কুলের ছাত্র ছাত্রীর সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫৮৪ জনে । যা জেলার মধ্যে তৃতীয় বৃহত্তম স্কুল। করোনাকালে গত দু বছর স্কুল বন্ধ থাকার ফলে হুগলির বেশ কয়েকটি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমতে শুরু করেছিল। সেখানে এই স্কুলের সংখ্যা দিন দিন উত্তরোতর বৃদ্ধি পেয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সরকারি আবাস যোজনার বাড়ি বদলে হল ওষুধের দোকান! হলদিয়ায় চূড়ান্ত চাঞ্চল্য
এ প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব ঘোষ জানান, হুগলি জেলার মধ্যে প্রথম পান্ডুয়া ভিডিওর সহযোগিতায় হারাধন চন্দ্র নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে চালু হয়েছে স্মার্ট ক্লাস রুম। এর ফলে স্কুলের ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। আধুনিক পদ্ধতিতে অডিও ভিসিয়েল এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পড়ানো হলে সেটা তাদের মধ্যে অনেক বেশি প্রভাব বিস্তার করবে। পান্ডুয়া ব্লকের অন্যান্য প্রাথমিক স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা তুলনায় প্রথম এই স্কুল। স্কুলে স্মার্ট ক্লাসরুমের প্রয়োজন ছিল সেটা বিডিও উপলব্ধি করতে পেরেছেন। যা আগামী দিনে চলার পথে নিদর্শন হয়ে থাকবে এই স্কুল।
advertisement
রাহী হালদার
Location :
First Published :
January 06, 2023 5:51 PM IST