Cooch Behar News: জব কার্ড একজনের, আবাস যোজনার সুবিধা পেয়েছেন আরেকজন! কোচবিহারে শোরগোল

Last Updated:

খাতায়কলমে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের প্রাপক হিসেবে নাম থাকলেও সুবিধা নিচ্ছে একই নামের অন্য কেউ। তুমুল শোরগোল কোচবিহারে।

আবাস যোজনা দুর্নীতি
আবাস যোজনা দুর্নীতি
#মাথাভাঙ্গা: খাতায় কলমে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের প্রাপক হিসেবে নাম থাকলেও সুবিধা নিচ্ছে একই নামের অন্য কেউ। এমনটাই দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ হলেন মাথাভাঙ্গা ২ নং ব্লকের পারডুবি এলাকার এক স্থানীয় বাসিন্দা বাসিন্দা। যদিও চিঠির মাধ্যেমে অভিযোগ জানানোর পর ব্লক প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। যেখানে গোটা রাজ্য জুড়ে যখন পঞ্চায়েত দুর্নীতির ছবি দেখা যাচ্ছে। সেখানে এই ঘটনার পর সকলের মনে হচ্ছে এই দুর্নীতির ছোঁয়া থেকে বাদ গেলনা কোচবিহার জেলার মাথাভাঙ্গাও।
পারডুবির বিশ্বশর্মা পাড়ার বাসিন্দা দিলীপ বিশ্বশর্মা জানান, "তাঁর জব কার্ড নম্বর ব্যবহার করে একই নামের অন্য এক জনকে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে। তবে কি করে এমনটা সম্ভব হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। গোটা ঘটনায় ব্লক প্রশাসনকে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। তবে এই গোটা বিষয়ে মাথাভাঙ্গা ২ নং ব্লকের কর্মরত এক প্রশাসনিক আধিকারিক জানান, "নাম নথিভুক্ত করার সময় কোনওরকম যান্ত্রিক ত্রুটির কারণে এই ভুল হয়ে থাকতেই পারে। তবে যদি ভুল হয় তবে তা অবশ্যই যাচাই করে ঠিক করা হবে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"
advertisement
advertisement
আরও পড়ুন: দিদির সুরক্ষা কবচ এবার চা বলয়ে পৌঁছে দিতে পদক্ষেপ আদিবাসী উন্নয়ন দফতরের
মাথাভাঙ্গা ২ নং ব্লক এর বিডিও উজ্জ্বল সর্দার জানিয়েছেন, "এই প্রকল্প নিয়ে বেশকিছু লিখিত অভিযোগ জমা পড়েছে। সবকটি অভিযোগই খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" অন্যদিকে, গোটা এই ঘটনার খবর চাউর হতেই সরব হন এলাকার অন্যান্য স্থানীয় মানুষেরা। তাদের বক্তব্য, "এই প্রকল্পে গোটা রাজ্যে ব্যপক দুর্নীতি হয়েছে। এমনকী মৃত ব্যক্তির নামেও এই প্রকল্পের ঘর বরাদ্দ হচ্ছে। স্থানীয় পঞ্চায়েত এই ধরনের দূর্নীতির সাথে বেশি জড়িত থাকছে। প্রশাসন যদি নিরপেক্ষভাবে তদন্ত করে তাহলে প্রত্যেক এলাকায় এধরনের অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আসবে। নাহলে সাধারণ মানুষের ন্যায্য অধিকার দূর্নীতি করে অন্য কাউকে পাইয়ে দেওয়া হবে।"
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: জব কার্ড একজনের, আবাস যোজনার সুবিধা পেয়েছেন আরেকজন! কোচবিহারে শোরগোল
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement