Love affair: ৩৫-এর যুবতীকে বিবাহ ৭৫ বছরের বৃদ্ধের, ফুলসজ্জার রাতেই দুজনে শুরু করলেন সেই কাজ! সকাল হঠাৎ বুকেব্যথা! তারপর...
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Relationship news: ৩৫ বছরের যুবতীর প্রেমে পড়লেন ৭৫ বছরের বৃদ্ধ, সেই প্রেম গড়াল বিয়ে পর্যন্ত। কিন্তু বিয়ের পরেরটা সুখের হল না, ফুলসজ্জার পরেই দিনই ঘটে গেল দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলায়।
জৌনপুর: ৩৫ বছরের যুবতীর প্রেমে পড়লেন ৭৫ বছরের বৃদ্ধ, সেই প্রেম গড়াল বিয়ে পর্যন্ত। কিন্তু বিয়ের পরেরটা সুখের হল না, ফুলসজ্জার পরেই দিনই ঘটে গেল দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলায়।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক বছর আগে ওই বৃদ্ধের স্ত্রী মারা যান। গত ১ বছর ধরে তিনি একাই ছিলেন, তাঁর কোনও সন্তানও ছিল না। তাই পরিবারের অন্যান্য সদস্যদের পরামর্শে ফের বিবাহ করেন ওই ব্যক্তি। আইনি ভাবে বিবাহ করার পরে স্থানীয় মন্দিরে আচার অনুষ্ঠান করা হয়।
advertisement
advertisement
বিবাহের পরে কনে মানভাবতী জানান, ঘরের সব কাজের দায়িত্ব নেবেন তিনি। ফুলসজ্জার রাতেস তাঁদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছিল। কিন্তু বুধবার সকালেই হঠাৎ তাঁর স্বামীর শরীরের অবস্থা খারাপ নয়। তারপরে হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করা হয়।
advertisement
বৃদ্ধের মৃত্যুর পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কী ভাবে মৃত্যু হল তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে তাঁরা, দেহ ময়মাতদন্তেরও দাবি জানানো হয়েছে স্থানীয়দের পক্ষ থেকে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 01, 2025 4:09 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Love affair: ৩৫-এর যুবতীকে বিবাহ ৭৫ বছরের বৃদ্ধের, ফুলসজ্জার রাতেই দুজনে শুরু করলেন সেই কাজ! সকাল হঠাৎ বুকেব্যথা! তারপর...