Mango Auction: ৩১ হাজার টাকা! মহার্ঘ্য আমের দামে চক্ষু চড়কগাছ হওয়ার যোগাড়

Last Updated:

এক ব্যবসায়ী সম্প্রতি দাবি করেছেন, গত ৫০ বছরে এটাই মহার্ঘ্যতম মূল্য৷ (Pune market witnessed auction of mango crate sold for 31 thousand)

এক ক্রেট আমের দাম ৩১ হাজার টাকা! অবিশ্বাস্য এই দামেই পুণের বাজারে নিলামে বিক্রি হল আম৷ এক ব্যবসায়ী সম্প্রতি দাবি করেছেন, গত ৫০ বছরে এটাই মহার্ঘ্যতম মূল্য৷ (Pune market witnessed auction of mango crate sold for 31 thousand)
গত ১১ ফেব্রুয়ারি বিখ্যাত হাপুস আম ভর্তি এক ক্রেট দেবগড় থেকে এসে পৌঁছয় পুণের এপিএমসি বাজারে৷ এর পর নিলাম করা হয় ওই এক ক্রেট আমের৷ ৫ হাজার টাকা থেকে নিলাম শুরু হয়ে পৌঁছয় ৩১ হাজারে৷
ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে প্রথম ক্রেট আম নিলাম করা হয় ১৮ হাজার টাকায়৷ দ্বিতীয় ক্রেটের দর উঠেছিল ২১ হাজারে৷
advertisement
advertisement
আরও পড়ুন : বৃদ্ধা কাশ্মীরির মুখে সদ্য শেখা ইংরেজি শুনে বাহবা নেটিজেনদের
তৃতীয় ও চতু্র্থ ক্রেট বিক্রি হয় প্রতিটা ২২ হাজার ৫০০ টাকায়৷ বাজিমাত করে পঞ্চম ক্রেট৷ বিক্রি হয় ৩১ হাজারে৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, পুণের বাজারে গত ৫০ বছরে এটাই সর্বোচ্চ নিলাম৷
advertisement
আরও পড়ুন : আপনার স্কুলপড়ুয়া সন্তান কি মাঝে মাঝেই রাতে বিছানা ভিজিয়ে ফেলে? জানুন এই সমস্যার কারণ
মরশুমের প্রথম হাপুস আম এভাবেই প্রতি বছর নিলাম করা হয় ৷ প্রচলিত রীতি হল, এর ফলে আগামী ২ মাস আমের ব্যবসার পূর্বাভাস বোঝা যাবে৷ তবে আমের ব্যবসা যে সব সময় মসৃণ থাকে তা নয়৷ অতিমারির জন্য দু’ বছর আমের ব্যবসা বিঘ্নিত হয়৷ এখন পরিস্থিতি স্বাভাবিকের পথে ফিরছে, তাই ব্যবসায়ীরা আবার নতুন করে সব শুরু করতে চাইছেন৷ সেই আশায় নতুন করে স্বপ্ন দেখছেন তাঁরা৷ ৩১ হাজার টাকায় বিক্রি হওয়া ওই আমের ক্রেটের উপর মোটা ফুলের মালা পরিয়েছেন তাঁরা৷ তাঁদের আশা, অতিমারির কালো মেঘ সরিয়ে আবার নতুন করে শুরু করতে পারবেন তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mango Auction: ৩১ হাজার টাকা! মহার্ঘ্য আমের দামে চক্ষু চড়কগাছ হওয়ার যোগাড়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement