স্কুলে যাওয়ার বয়সে পৌঁছেও অনেক বাচ্চাই রাতে ঘুমনোর সময় বিছানা ভিজিয়ে ফেলে৷ সাধারণত দেখা যায় সারা রাত ঘুমনোর পর ভোরে পৌঁছে হয়তো বিছানা নোংরা করে ফেলছে৷ অভিভাবকরা এই সমস্যা নিয়ে চিন্তিত থাকেন৷ কিন্তু এটা কোনও জটিল সমস্যা নয়৷ বেড়ে ওঠার অঙ্গ হিসেবেই এই সমস্যা জুড়ে যায় তাদের জীবনে৷ অনেক সময় ভয়ের কোনও স্বপ্ন দেখলেও বাচ্চারা বিছানা ভিজিয়ে ফেলে৷(Reasons behind bed wetting problem of children)
বিশেষজ্ঞদের মতে, বাবা মায়ের সমস্যা ও বিরক্তির কারণ হলে ৭ বছর বয়স অবধি বিছানা ভিজিয়ে ফেলা সম্পূর্ণ স্বাভাবিক৷ সহমর্মিতা ও ধৈর্যের সঙ্গে এই সমস্যার সামাধান করা উচিত৷ ব্লাডার ট্রেনিংয়ের সাহায্যে এই সমস্যা কমিয়ে ফেলা যায়৷ কিছু ক্ষেত্রে জীবনযাপনচর্চার পরিবর্তন ও যোগভ্যাসও কার্যকরী হয়৷
বাচ্চার বিছানা ভিজিয়ে ফেলার পিছনে একাধিক কারণ থাকতে পারে-
ক্ষুদ্র ব্লাডার-
সারা রাত ধরে শরীরে যা মূত্র উৎপন্ন হচ্ছে, তা যদি ব্লাডার ধরে রাখতে না পারে, তাহলে ভোরের দিকে বাচ্চা বিছানা ভিজিয়ে ফেলতে পারে৷ যে স্নায়ু ব্লাডারকে নিয়ন্ত্রণ করে, সেটি যদি সেভাবে ম্যাচিওর্ড না হয়, তাহলে পূর্ণ ব্লাডারের সঙ্কেত নাও জাগিয়ে তুলতে পারে আপনার সন্তানকে৷
আরও পড়ুন : উপুর হয়ে ঘুমনোর অভ্যাস? জানেন কি এর ফলে মৃত্যুও হতে পারে
হরমোনে অসামঞ্জস্য-
হরমোনের অসামঞ্জস্য বা ভারসাম্যের অভাবও আপনার সন্তানের বিছানা ভিজিয়ে ফেলার কারণ হতে পারে৷ অনেক সময়েই কিছু বাচ্চার দেহে অ্যান্টি ডিউরেটিক হরমোন যথেষ্ট উৎপন্ন হয় না৷ ফলে রাতে ঘুমের মধ্যে প্রস্রাবের বেগ তারা আটকাতে পারে না৷
আরও পড়ুন : দীর্ঘ স্ক্রিনযাপনে চোখ রণক্লান্ত? দৃষ্টিশক্তি উজ্জ্বল করতে সঙ্গে থাকুক এই আয়ুর্বেদিক উপাদানগুলি
ইউরিনারি ট্র্যাক্টে সংক্রমণ-
ইউরিনারি ট্র্যাক্টে সংক্রমণ বা ইউটিআই হলেও বাচ্চার পক্ষে প্রস্রাবের বেগ নিয়ন্ত্রণ করা সমস্যার হয়ে দাঁড়ায়৷
আরও পড়ুন : ফাল্গুনেই বাঁধা পড়ছেন সাতপাকে? জেনে নিন সুখী ও দীর্ঘ দাম্পত্যের মূল মন্ত্র
ডায়াবেটিস-
রাতে ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে ফেলা কিন্তু বাচ্চাদের মধুমেহ রোগের লক্ষণও হতে পারে৷ পাশাপাশি বাচ্চার ডায়াবেটিস হলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যাওয়া, ওজন ও খিদে কমে যাওয়ার মতো সমস্যাগুলিও ডায়াবেটিসের উপসর্গ হতে পারে৷
মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে শৈশবে বিছানা ভিজিয়ে ফেলার সমস্যা বেশি দেখা যায়৷ অন্তত দ্বিগুণ সংখ্যক বেশি ছেলেরা মেয়েদের তুলনায় এই সমস্যার শিকার হয়৷ আরও কী কী কারণে রাতে বিছানা ভিজিয়ে ফেলা সমস্যা হয়, দেখা যাক-
উদ্বেগ ও চিন্তা-
মানসিকভাবে বাচ্চা যদি উদ্বেগ ও চিন্তার মধ্যে থাকে, তাহলেও তার প্রভাব পড়তে পারে শারীরিক আচরণের উপরেও৷ যেমন নতুন স্কুলে বা পরিবেশে মানিয়ে নেওয়া বা নতুন পরিবেশে প্রথম বা ঘুমোতে হলেও এই সমস্যা দেখা দেয়৷
পারিবারিক ধারা-
যদি বাবা অথবা মা তাঁদের শৈশবে এই সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে তাঁদের সন্তানের মধ্যেও সেই সমস্যা প্রবাহিত হতে পারে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bed Wetting, Children