Viral Video : বৃদ্ধা কাশ্মীরির মুখে সদ্য শেখা ইংরেজি শুনে বাহবা নেটিজেনদের

Last Updated:

Viral Video :ট্যুইটারে ভিডিও আপলোড করেছেন সৈয়দ শ্লিট শাহ৷ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকেও ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই

৩৬ সেকেন্ডের ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধা কাশ্মীরিকে৷ সদ্য শেখা ইংরেজি তিনি বলছেন৷ তাঁর এই প্রয়াসের ভিডিও বাজিমাত করেছে ইন্টারনেটে৷ ট্যুইটারে ভিডিও আপলোড করেছেন সৈয়দ শ্লিট শাহ৷ হোয়াটসঅ্যাপ ও ফেসবুকেও ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই৷ (Viral video of an old Kashmiri lady speaking ecenle learned English rocks internet)
ভিডিওতে দেখ যাচ্ছে এক তরুণ কাশ্মীরিতে কিছু ফল, সব্জি ও পশুপ্রাণীর নাম বলছেন৷ জানতে চাইছেন তার ইংরেজি প্রতিশব্দ৷ উত্তরে কাশ্মীরি পোশাক পরিহিতা ওই বৃদ্ধা উত্তর দিচ্ছেন৷
তবে উত্তরের প্রথমেই হোঁচট খান বৃদ্ধা৷ ভুলে যান ‘বিড়াল’-কে ইংরেজিতে কী বলে৷ তার পর অবশ্য তিনি বলেন ‘ক্যাট’৷ কাশ্মীরি টান ঘেঁষা তাঁর উচ্চারণ মন জয় করেছে নেটিজেনদের৷
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন : আপনার স্কুলপড়ুয়া সন্তান কি মাঝে মাঝেই রাতে বিছানা ভিজিয়ে ফেলে? জানুন এই সমস্যার কারণ
বৃদ্ধা একে একে মনে করে বলেন পেঁয়াজ, আপেল, রসুন এবং কুকুরের ইংরেজি প্রতিশব্দ৷ তাঁর উচ্চারণের টান বা তথাকথিত ‘অ্যাকসেন্ট’ জয় করেছেন নেটিজেনদের মন৷ ওই বৃদ্ধা কোথায় এই ভিডিওতে কথা বলছেন, জানা যায়নি৷ তবে তাঁর সঙ্গে যে তরুণ আছেন, তাঁর কথার টান শুনে নেটিজেনদের ধারণা, এই ভিডিও উপত্যকার কোনও প্রত্যন্ত গ্রামের৷ ট্যুইটারেত্তিরা সে কথাও জানিয়েওছেন কমেন্টে৷
advertisement
আরও পড়ুন :  উপুর হয়ে ঘুমনোর অভ্যাস? জানেন কি এর ফলে মৃত্যুও হতে পারে
বৃদ্ধার এই প্রত্যয় ও প্রচেষ্টাকে কুর্নিশ জনিয়েছেন নেটিজেনরা৷
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video : বৃদ্ধা কাশ্মীরির মুখে সদ্য শেখা ইংরেজি শুনে বাহবা নেটিজেনদের
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement