Personality Test: বিড়াল সিঁড়ি ভেঙে উপরে উঠছে না কি নীচে নামছে? অপটিক্যাল ইলিউশনের এই ছবিই বলে দেবে আপনার ব্যক্তিত্ব
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Hidden Personality Traits: কার কেমন ব্যক্তিত্ব বুঝতে চাইলে অপটিক্যাল ইলিউশনের জুড়ি নেই। এ থেকে সেই ব্যক্তির প্রকৃতি, ভাবার ধরন, এমনকী তিনি কোন কোন কাজে পারদর্শী বা কিসে সাফল্য লাভের সম্ভাবনা বেশি, বোঝা যায় তাও।
কলকাতা: অনেকেরই খুঁটিনাটি সব কিছুতে নজর থাকে। কিছুই চোখ এড়িয়ে যায় না। কোনও দৃশ্য দেখলে ক্যামেরায় ছবি তোলার মতো গেঁথে যায় মস্তিষ্কে। আবার কেউ কেউ উপর উপর দেখেন। দেখেন বলার থেকে চোখ বুলোন বলাই ভাল। উল্লেখযোগ্য কোনও ঘটনা ছাড়া অন্য কিছু আর তাঁদের মনে দাগ কাটে না।
এসবই আসলে ব্যক্তিত্ব। কার কেমন ব্যক্তিত্ব বুঝতে চাইলে অপটিক্যাল ইলিউশনের জুড়ি নেই। এ থেকে সেই ব্যক্তির প্রকৃতি, ভাবার ধরন, এমনকী তিনি কোন কোন কাজে পারদর্শী বা কিসে সাফল্য লাভের সম্ভাবনা বেশি, বোঝা যায় তাও। আসলে এই ধরনের ছবিকে খুব দ্রুত বিশ্লেষণ করতে হয়। ফলে একজন ব্যক্তি মানসিকভাবে কী প্রতিক্রিয়া দিচ্ছেন, তাঁর জ্ঞানীয় প্রবণতা কেমন, সব কিছু নিমেষে বোঝা যায়। এখানে সেরকমই একটি ছবি দেওয়া হল।
advertisement
advertisement
বিড়ালটা কোনদিকে যাচ্ছে? তা থেকেই বোঝা যাবে ব্যক্তিত্ব: ছবিতে দেখা যাচ্ছে, একটা বিড়াল সিঁড়ি ভাঙছে। কিন্তু এক ঝলকে দেখে কী মনে হচ্ছে? সিঁড়ি ভেঙে বিড়ালটা উপরের দিকে উঠছে? না কি নীচের দিকে নামছে? এর উত্তর থেকেই বোঝা যাবে সেই মানুষটির ব্যক্তিত্ব।
advertisement
যে ব্যক্তিরা বিড়ালটিকে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে দেখছেন, তাঁরা আশাবাদী প্রকৃতির। বৃদ্ধি এবং অগ্রগতির দিকে তাঁদের মন থাকে। আর যাঁরা সিঁড়ি দিয়ে বিড়ালটিকে নামতে দেখছেন, তাঁরা অত্যন্ত মনোযোগী। সবসময় সতর্ক হয়ে কাজ করেন। এই ধরনের মানুষ বিশদে কাজ করতে পছন্দ করেন। গভীর সংযোগকে মূল্য দেন।
advertisement
দৃষ্টিভঙ্গীর প্রভাব পড়ে কেরিয়ারে: কোনও বিষয়কে একজন কীভাবে দেখছেন। সেটাই তাঁর দৃষ্টিভঙ্গী। কর্মক্ষেত্রে তো বটেই, দৃষ্টিভঙ্গী জীবন বদলে দিতে পারে। যাঁরা বিড়ালকে সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে দেখছেন, অর্থাৎ আশাবাদি প্রকৃতির মানুষরা যে সব ক্ষেত্রে বৃদ্ধির সুযোগ রয়েছে, সেখানে সফল হন। অন্য দিকে, যাঁরা বিড়ালকে সিঁড়ি দিয়ে নীচের দিকে নামতে দেখছেন, সেই সব মানুষ অতি সূক্ষ কাজ এবং কৌশলগত পরিকল্পনায় দক্ষ হন।
advertisement
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2024 8:54 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Personality Test: বিড়াল সিঁড়ি ভেঙে উপরে উঠছে না কি নীচে নামছে? অপটিক্যাল ইলিউশনের এই ছবিই বলে দেবে আপনার ব্যক্তিত্ব