পরিচালকের কথায় গভীর রাতে হোটেলের ঘরে যাননি বলে একটি ছবির নায়িকা হওয়া ভাগ্যে জোটেনি ! ‘বিস্ফোরক’ তথ্য অভিনেত্রীর
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
জুদাই-তে, উপাসনাকে অভিনেতা পরেশ রাওয়ালের স্ত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল, অন্য দিকে, তিনি তাঁর মেয়ের চরিত্রেও অভিনয় করেছিলেন। জনি লিভারের সঙ্গে তাঁর মজার রোম্যান্টিক চরিত্রও খুব জনপ্রিয় হয়। ছবিতে তাঁর 'আব্বা ডাব্বা জব্বা' সংলাপটি বিখ্যাত হয়ে ওঠে। এই ছবির মাধ্যমে বেশ জনপ্রিয়তা পান উপাসনা।
advertisement
advertisement
উপাসনা সিং টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন যে, ছবিতে তার কাজ সম্পর্কে আলোচনার সময়, শ্রীদেবী নিজে তাঁর প্রশংসা করেছিলেন। প্রাথমিক আপত্তি সত্ত্বেও, উপাসনা ছবির বিখ্যাত সংলাপ 'আব্বা ডাব্বা জব্বা' খুব ভালভাবে পরিবেশন করেছিলেন। তিনি এই চরিত্রের বিভিন্ন অভিব্যক্তির উপর জোর দিয়েছিলেন। উপাসনা জানিয়েছেন যে, প্রথমে ‘আব্বা ডাব্বা জব্বা’ ডায়লগ শুনে তিনি মোটেও বিশ্বাস করতে পারছিলেন না যে একজন বোবা মানুষ এই কথাগুলোই বলতে পারে।
advertisement
উপাসনা সিং আরও জানান যে, প্রাথমিক ভাবে তিনি ‘জুদাই’ ছবির গল্পটিও তেমন পছন্দ করতে পারেননি, কিন্তু তারপরে সেই জুদাই বড় হিট হয়ে যায়। ইটির সঙ্গে কথোপকথনে, উপাসনা সিং সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে সংগ্রামের মুখোমুখি হয়েছেন সে সম্পর্কেও কথা বলেছেন। বিনোদন জগতে নিজের জন্য পথ তৈরি করা উপাসনার পক্ষে সহজ ছিল না। অভিনেত্রী বলেন, ‘‘একটা সময় ছিল যখন আমি এক ভয়ঙ্কর ঘটনার পর সিনেমা করা বন্ধ করে দিয়েছিলাম।’’
advertisement
advertisement
advertisement