‘প্রাইভেট ভিডিও’ হল লিক, পাকিস্তানি টিকটকারের MMS ভিডিও ভাইরাল ! সোশ্যাল মিডিয়া তোলপাড়

Last Updated:

Pakistani Tiktoker Private Video: এই এমএমএস ফুটেজে সজল মালিককে আপত্তিজনক অবস্থায় দেখা গিয়েছে, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিছু ফলোয়ার তাঁর সমালোচনা করেছেন, আবার কিছু লোক এমনটাও বলছেন যে এই ভিডিওটি ‘ফেক’ হতে পারে।

পাকিস্তানি টিকটকারের MMS ভিডিও ভাইরাল ! (Photo: Instagram)
পাকিস্তানি টিকটকারের MMS ভিডিও ভাইরাল ! (Photo: Instagram)
নয়াদিল্লি: পাকিস্তানি টিকটকার সজল মালিক বিতর্কে জড়িয়ে পড়েছেন। তাঁর একটি ব্যক্তিগত ভিডিও অনলাইনে লিক হয়ে গিয়েছে। এই এমএমএস ফুটেজে তাঁকে আপত্তিজনক অবস্থায় দেখা গিয়েছে, যা দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কিছু ফলোয়ার সজল মালিকের সমালোচনা করেছেন, আবার কিছু লোক এমনটাও বলছেন যে এই ভিডিওটি ‘ফেক’ হতে পারে।
সজল মালিকের ফ্যানরা ভিডিওটি শেয়ার না করার আবেদন করেছেন। কিছু ফ্যানরা এমনকী, এমনটাও বলছেন যে ভিডিওটি ইচ্ছাকৃতভাবে লিক করা হয়েছে, যাতে বেশি ‘অ্যাটেনশন’ এবং ‘ফলোয়ার্স’ পাওয়া যায়। তবে সজল মালিক এখনও তাঁর লিক হওয়া ভিডিও নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি ৷ সজলের ফ্যানরা এখন তাঁর অফিশিয়াল বিবৃতির অপেক্ষা করছেন।
advertisement
advertisement
advertisement
ভিডিওটি বেশ কিছুটা সময় ধরে অনলাইনে লিক হয়। এখন সজল মালিকও এই ট্রেন্ডের অংশ হয়ে গিয়েছেন। তিনি পাকিস্তানের প্রথম তারকা নন, যাঁকে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এর আগে মিনাহিল মালিক, ইম্শা রহমান এবং অন্যান্য বেশ কয়েকজনের নামও শিরোনামে এসেছিল, যখন তাঁদের ‘অন্তরঙ্গ মুহূর্তের’ ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছিল।
advertisement
advertisement
মিনাহিল মালিক পরে সেই ঘটনার পর সোশ্যাল মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। একইভাবে টিকটকার ইম্শা রহমান তাঁর ব্যক্তিগত ভিডিও অনলাইনে লিক হওয়ার পর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে ডিঅ্যাক্টিভেট করেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘প্রাইভেট ভিডিও’ হল লিক, পাকিস্তানি টিকটকারের MMS ভিডিও ভাইরাল ! সোশ্যাল মিডিয়া তোলপাড়
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement