গাড়ি থেকে নেমে বাইক আরোহীকে বেসবল ব্যাট দিয়ে মারধর ! গুরুগ্রামের বডি বিল্ডারদের বিরুদ্ধে FIR দায়ের, দেখুন ভিডিও
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Biker Assaulted With Baseball Bat By Bodybuilders In Gurugram: সম্প্রতি গুরুগ্রামে এক কালো স্করপিও গাড়িতে থাকা কিছু বডি বিল্ডার একদল বাইক আরোহীকে নির্মমভাবে আক্রমণ করেন, ঘটনায় একজন বাইক আরোহী গুরুতর আহত হন বলেও জানা গিয়েছে। গুরুগ্রামের দ্বারকা এক্সপ্রেসওয়েতে দুই দলের মধ্যে রোড রেজের ঘটনার পর এই হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
গুরুগ্রাম: হিংসার বিস্তার সমাজে এখন সর্বত্র। যখন খুশি, যার খুশি, চলে আইন নিজের হাতে তুলে নেওয়ার খেলা। তবে, সৌভাগ্যের বিষয় এই যে দেশের পুলিশ এবং প্রশাসন তার কর্তব্য পালনে সর্বদাই বদ্ধপরিকর। ফলে, একদিকে যেমন দুর্ঘটনা ঘটে, অন্য দিকে তেমনই তার প্রতিকারও হয়, ভুক্তভোগী লাভ করে থাকেন ন্যায়বিচার। গুরুগ্রামের এক হিংসাত্মক ঘটনায় সে কথা আবার নতুন করে প্রমাণ হয়ে গেল।
সম্প্রতি গুরুগ্রামে এক কালো স্করপিও গাড়িতে থাকা কিছু বডি বিল্ডার একদল বাইক আরোহীকে নির্মমভাবে আক্রমণ করেন, ঘটনায় একজন বাইক আরোহী গুরুতর আহত হন বলেও জানা গিয়েছে। গুরুগ্রামের দ্বারকা এক্সপ্রেসওয়েতে দুই দলের মধ্যে রোড রেজের ঘটনার পর এই হিংসাত্মক ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। বডি বিল্ডাররা বাইক আরোহীদের বেসবল ব্যাট ব্যবহার করে মারধর করেছেন এবং একটি দুই চাকার গাড়ি ভাঙচুরও করেছেন। এক্স সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে যে একজন বাইক আরোহী আক্রমণকারীদের কাছে ক্ষমা চাইছেন, তবুও তাঁরা তাঁকে মারধর করা থামাননি। গুরুগ্রাম পুলিশে এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তদের খোঁজ চলছে।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, রবিবার যখন একদল বাইক আরোহী অ্যাম্বিয়েন্স মল থেকে পতৌদির দিকে জলখাবার খেতে যাচ্ছিলেন, তখন এই ঘটনাটি ঘটে। কালো স্করপিওতে থাকা কয়েকজন বডি বিল্ডার বাইক ওই আরোহীদের পিছু নিয়েছিলেন বলে জানা গিয়েছে।
advertisement
Gurugram, Haryana: Youths in a Scorpio attacked a bikers’ group with baseball bats after a road rage incident on Dwarka Expressway. One biker was seriously injured. The group was en route to Pataudi. Police have registered a case pic.twitter.com/8vvVczwRsS
— IANS (@ians_india) April 21, 2025
advertisement
বাসাই ভিলেজ ফ্লাইওভারে বাইক আরোহীরা থামার পর, স্করপিওটি পিছন থেকে এসে থামে, ভিতর থেকে চারজন লোক বেরিয়ে আসেন। এর সঙ্গে সঙ্গেই বেসবল ব্যাট দিয়ে বাইক আরোহীদের মারধর করা শুরু হয়ে যায়। কিছু বাইক আরোহী পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু একজন ধরা পড়েন এবং ব্যাট দিয়ে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়।
advertisement
ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, মুখে দাড়ি, হাতে ট্যাটু এক ব্যক্তি বাইক আরোহীকে আক্রমণ করেছেন, যিনি ক্ষমা চাইছিলেন। লাল পোশাকের আরেক ব্যক্তিও বাইক আরোহীর হেলমেট ধরে তাঁকে মারধর করেন। বডি বিল্ডাররা এভাবে মারধর করলে এবং বাইক ভাঙচুর করলেও কেউই হস্তক্ষেপ করেননি।
advertisement
গুরুগ্রামের সেক্টর ৩৭ থানায় ঘটনা নিয়ে এফআইআর দায়ের করা হয়েছে। এনডিটিভির প্রতিবেদন অনুসারে, পুলিশ জানিয়েছে যে অভিযুক্তকে সনাক্ত করা হয়েছে এবং শীঘ্রই তাঁকে গ্রেফতার করা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Gurgaon,Haryana
First Published :
April 22, 2025 2:01 PM IST