Optical Illusion : তরুণীর পরনে বিয়ের গাউনের লেসের কাজে লুকিয়ে বিশেষ ছবি, ভাল করে দেখুন তো নজরে পড়ে কিনা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Optical Illusion : সামাজিক মাধ্যমে ভাইরাল একটি বিয়ের পোশাক ৷ তার মাঝেই নাকি লুকিয়ে আছে দৃষ্টির লুকোচুরি ৷
শিল্প ও মনস্তত্ত্বের নিখুঁত সমাহার হল অপটিক্যাল ইলিউশন ৷ ইন্টারনেটে এই বিষয় এখন আকর্ষণের শীর্ষে ৷ সাধারণত ছবি বা ভিডিও ঘিরেই হয় দৃষ্টিবিভ্রমের ছবি ৷ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল একটি বিয়ের পোশাক ৷ তার মাঝেই নাকি লুকিয়ে আছে দৃষ্টির লুকোচুরি ৷
ভাইরাল হওয়া এই পোস্টে দেখা যাচ্ছে এক তরুণী বিয়ের সাদা গাউন পরে দাঁড়িয়ে আছেন৷ প্রথম দর্শনে মনে হবে এটা হয়তো সাধারণ ওয়েডিং গাউন৷ যেখানে জমি জুড়ে করা আছে সূচীশিল্প ৷
কিন্তু ভুল ভাঙে কাছ থেকে নজর করলে৷ তখন বোঝা যায় সাদা গাউনে নিছক সুতোর কাজ নয়৷ এখানে লুকিয়ে আছে এক গম্ভীরদর্শন বুড়ো ৷ যার চোখমুখে চুঁইয়ে পড়ছে রাগ ৷
advertisement
advertisement

আরও পড়ুন : সংসারে চপশিল্পের প্রভাব নিয়ে গবেষণা ছাত্রীর, সমালোচনার উত্তর দিলেন অধ্যাপকরাও
এই ছবি ঘিরে উপচে পড়েছে নানারকমের মন্তব্য ৷ এক নেটিজেনের মতে, এই ছবি কার্যত ‘রশ্যাক টেস্ট’৷ তবে নেটিজেনদের কাছে এটা যে মজার অভিজ্ঞতা, সেটাও বলেছেন তিনি ৷ প্রসঙ্গত মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্যে অন্যতম হল এই রশ্যাক টেস্ট ৷ সুইস সায়কায়াট্রিস্ট ও সাইকো অ্যানালিস্ট হার্ম্যান রশ্যাকের নামেই পরীক্ষার নামকরণ৷ যেখানে ইঙ্কব্লট বা পাতার ভাঁজে শুষে নেওয়া থেবড়ে যাওয়া কালির ছবি অনুসারে করা টেস্টের মাধ্যমে বিশ্লেষণ করা হয় মনের অলিগলি৷
advertisement
আরও পড়ুন : বর্ষায় চুলের খুসকির সমস্যায় জেরবার? রইল সহজ ঘরোয়া টোটকা
কিন্তু শেষ পর্যন্ত বিয়ের গাউনে লেসের কারুকাজে কী দেখতে পেলেন নেটিজেনরা? একজন লিখেছেন তিনি দেখতে পেয়েছেন চিনা ড্রাগনকে৷ অন্যজনের দাবি, সেখানে লুকিয়ে জাপানি মন্দির ৷ তবে কারওর কারওর চোখে ফুটে উঠেছে গোমড়ামুখো বুড়ো-ই৷
Location :
First Published :
July 20, 2022 5:33 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion : তরুণীর পরনে বিয়ের গাউনের লেসের কাজে লুকিয়ে বিশেষ ছবি, ভাল করে দেখুন তো নজরে পড়ে কিনা