Optical Illusion : তরুণীর পরনে বিয়ের গাউনের লেসের কাজে লুকিয়ে বিশেষ ছবি, ভাল করে দেখুন তো নজরে পড়ে কিনা

Last Updated:

Optical Illusion : সামাজিক মাধ্যমে ভাইরাল একটি বিয়ের পোশাক ৷ তার মাঝেই নাকি লুকিয়ে আছে দৃষ্টির লুকোচুরি ৷

শিল্প ও মনস্তত্ত্বের নিখুঁত সমাহার হল অপটিক্যাল ইলিউশন ৷ ইন্টারনেটে এই বিষয় এখন আকর্ষণের শীর্ষে ৷ সাধারণত ছবি বা ভিডিও ঘিরেই হয় দৃষ্টিবিভ্রমের ছবি ৷ এখন সামাজিক মাধ্যমে ভাইরাল একটি বিয়ের পোশাক ৷ তার মাঝেই নাকি লুকিয়ে আছে দৃষ্টির লুকোচুরি ৷
ভাইরাল হওয়া এই পোস্টে দেখা যাচ্ছে এক তরুণী বিয়ের সাদা গাউন পরে দাঁড়িয়ে আছেন৷ প্রথম দর্শনে মনে হবে এটা হয়তো সাধারণ ওয়েডিং গাউন৷ যেখানে জমি জুড়ে করা আছে সূচীশিল্প ৷
কিন্তু ভুল ভাঙে কাছ থেকে নজর করলে৷ তখন বোঝা যায় সাদা গাউনে নিছক সুতোর কাজ নয়৷ এখানে লুকিয়ে আছে এক গম্ভীরদর্শন বুড়ো ৷ যার চোখমুখে চুঁইয়ে পড়ছে রাগ ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  সংসারে চপশিল্পের প্রভাব নিয়ে গবেষণা ছাত্রীর, সমালোচনার উত্তর দিলেন অধ্যাপকরাও
এই ছবি ঘিরে উপচে পড়েছে নানারকমের মন্তব্য ৷ এক নেটিজেনের মতে, এই ছবি কার্যত ‘রশ্যাক টেস্ট’৷ তবে নেটিজেনদের কাছে এটা যে মজার অভিজ্ঞতা, সেটাও বলেছেন তিনি ৷ প্রসঙ্গত মনস্তাত্ত্বিক পরীক্ষার মধ্যে অন্যতম হল এই রশ্যাক টেস্ট ৷ সুইস সায়কায়াট্রিস্ট ও সাইকো অ্যানালিস্ট হার্ম্যান রশ্যাকের নামেই পরীক্ষার নামকরণ৷ যেখানে ইঙ্কব্লট বা পাতার ভাঁজে শুষে নেওয়া থেবড়ে যাওয়া কালির ছবি অনুসারে করা টেস্টের মাধ্যমে বিশ্লেষণ করা হয় মনের অলিগলি৷
advertisement
আরও পড়ুন :  বর্ষায় চুলের খুসকির সমস্যায় জেরবার? রইল সহজ ঘরোয়া টোটকা
কিন্তু শেষ পর্যন্ত বিয়ের গাউনে লেসের কারুকাজে কী দেখতে পেলেন নেটিজেনরা? একজন লিখেছেন তিনি দেখতে পেয়েছেন চিনা ড্রাগনকে৷ অন্যজনের দাবি, সেখানে লুকিয়ে জাপানি মন্দির ৷ তবে কারওর কারওর চোখে ফুটে উঠেছে গোমড়ামুখো বুড়ো-ই৷
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Optical Illusion : তরুণীর পরনে বিয়ের গাউনের লেসের কাজে লুকিয়ে বিশেষ ছবি, ভাল করে দেখুন তো নজরে পড়ে কিনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement