Home /News /entertainment /
Aishwarya Rai Bachchan Pregnancy : ঐশ্বর্য নাকি আবার অন্তঃসত্ত্বা, বলিউডের অন্দরমহলে তীব্র গুঞ্জন

Aishwarya Rai Bachchan Pregnancy : ঐশ্বর্য নাকি আবার অন্তঃসত্ত্বা, বলিউডের অন্দরমহলে তীব্র গুঞ্জন

‘পোন্নিয়িন সেলভান’-এর টিজারে অ্যাশের রূপে মুগ্ধ অনুরাগীরা৷

‘পোন্নিয়িন সেলভান’-এর টিজারে অ্যাশের রূপে মুগ্ধ অনুরাগীরা৷

Aishwarya Rai Bachchan Pregnancy : সাম্প্রতিক ছবি দেখে এই সিদ্ধান্তে পৌঁছেছেন নেটনাগরিকরা

 • Share this:

  মুম্বই : বলিউডে একাধিক তারকার ঘরে এখন মাতৃত্বের অপেক্ষা ৷ নতুন অতিথিকে স্বাগত জানানোর অপেক্ষায় দিন গুনছেন সোনম ও আলিয়া ৷ সেই বাতাসে গা ভাসিয়ে এ বার ইন্টারনেটের সোশ্যাল জগৎ ধরেই নিয়েছে করিনা কপূর ও ঐশ্বর্য রাইও আবার অন্তঃসত্ত্বা ৷ দুই তারকারই সাম্প্রতিক ছবি দেখে এই সিদ্ধান্তে পৌঁছেছেন নেটনাগরিকরা ৷

  মুম্বই বিমানবন্দরে অ্যাশের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি ৷ মঙ্গলবার তিনি নিজের শহরে ফিরলেন স্বামী অভিষেক ও মেয়ে আরাধ্যাকে নিয়ে৷ মা-মেয়ে দু’জনেই সেজেছিলেন কালো পোশাকে৷

  ওভারসাইজ ঢিলেঢালা কালো পোশাকে ঐশ্বর্যকে খুবই আকর্ষণীয়া লেগেছে লেন্সে ৷ অ্যাশ-আরাধ্যার মতো কালো পোশাকের পথে হাঁটেননি অবশ্য অভিষেক ৷ তাঁর পরনে ছিল গোলাপি সোয়েটশার্ট এবং জগার্স ৷ অনুরাগীদের দাবি, তাঁরা ঐশ্বর্যর বেবি বাম্প খেয়াল করেছেন ৷ তাঁদের ধারণা, তারকা তাঁর কালো লম্বা কোটে আড়াল করেছেন নিজের স্ফীতোদর ৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া তাঁর ভিডিওতে একজন সরাসরি প্রশ্নই করে বসেছেন-‘উনি কি অন্তঃসত্ত্বা?’

  আরও পড়ুন :  নায়িকা নিরামিষাশী, চুম্বনের আগে মাংস খাওয়া ছাড়েন নায়ক

  মণিরত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান’-এর টিজারে অ্যাশের রূপে মুগ্ধ অনুরাগীরা৷ এই ছবিতে তিনি ছাড়াও অভিনয় করছেন বিক্রম প্রভু, জয়ম রবির মতো তারকারা৷ আগামী ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা ৷ অন্যদিকে অভিষেককে দেখা গিয়েছে তুষার জালোটার ওটিটি রিলিজ ‘দশভী’-তে ৷  সেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন ইয়াম্মি গৌতম ও নিমরত কৌর৷ সমালোচক মহলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে এই ওটিটি-ছবি ৷ স্টোরিলাইন, রসবোধ, অভিনয় প্রশংসিত হলেও খামতি ছিল এর স্ক্রিনপ্লে-তে ৷ মনে করেন দর্শকরা ৷ পাশাপাশি, ওটিটি সিরিজ ‘ব্রেথ’-এর সিক্যুয়েলেও তাঁর অভিনয় করার কথা৷

  আরও পড়ুন :  অসুস্থ হতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল পরিচালক মণি রত্নমকে!

  আরও পড়ুন :  প্রকাশ্যেই অবাধ ভালবাসা, প্রিয়ঙ্কার জন্মদিনে দেখুন নিকের সঙ্গে তাঁর আদর-কোলাজ

  প্রেগন্যান্সি-গুঞ্জনে এখনও কিছু বলেননি ঐশ্বর্য৷ তবে করিনা কিন্তু ইতিমধ্যেই সুরসিক পোস্টে নস্যাৎ করে দিয়েছেন সব জল্পনা কল্পনা ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Aishwarya Rai Bachchan

  পরবর্তী খবর