Home /News /entertainment /
Mani Ratnam Hospitalized: অসুস্থ হতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল পরিচালক মণি রত্নমকে!

Mani Ratnam Hospitalized: অসুস্থ হতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল পরিচালক মণি রত্নমকে!

Mani Ratnam Hospitalized: সংবাদমাধ্যমের খবর, কোভিডের লক্ষণ দেখা গিয়েছিল ৬৬ বছরের পরিচালকের শরীরে। যদিও এখনও পর্যন্ত কোভিড রিপোর্ট পজিটি আসেনি। 

 • Share this:

  #চেন্নাই: হাসপাতালে ভর্তি করানো হল মণি রত্নমকে। অসুস্থ হতেই তড়িঘড়ি চেন্নাইয়ের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদমাধ্যমের খবর, কোভিডের লক্ষণ দেখা গিয়েছিল ৬৬ বছরের পরিচালকের শরীরে। যদিও এখনও পর্যন্ত কোভিড রিপোর্ট পজিটিভ আসেনি।

  হসপাতালে ভর্তি হওয়ার মূল কারণ তাঁর বাবা এবং মা। যাঁদের বয়স ৯০-এর উপর। কোভিড সন্দেহে নিজেকে আইসোলেট করার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হতে চেয়েছিলেন।

  আরও পড়ুন: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা বিক্রম

  দিন দশেক আগে তাঁর আগামী ছবি 'পনিয়িন সেলভন'-এর টিজার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণি। সে দিনই এই ছবির অভিনেতা বিক্রম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হঠাৎ বুকে ব্য়থা টের পেয়েছিলেন তিনি। তার আগের দিন অ্য়াঞ্জিওপ্লাস্টি করিয়েছিলেন তিনি। টিজার লঞ্চে উপস্থিত থাকতে পারেননি তিনি।

  আরও পড়ুন: সঙ্গীত দুনিয়ায় ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং

  ছবিতে অভিনয় করেছেন ঐশ্বর্য রাই বচ্চন, বিক্রম, জয়ম রবি, তৃষা, সোবিতা ধুলিপালা প্রমুখ।

  Published by:Teesta Barman
  First published:

  Tags: Covid, Mani Ratnam

  পরবর্তী খবর