Home /News /entertainment /
Actor Vikram: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা বিক্রম

Actor Vikram: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা বিক্রম

Actor Vikram: আগামী ছবি 'পনিয়িন সেলভন'-এর টিজার লঞ্চে অংশ গ্রহণ করার কথা ছিল তাঁর। শুক্রবারই বিকেল ৬টা নাগাদ সেই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেই ছবিতেই অভিনয় করেছেন বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চন।

 • Share this:

  #চেন্নাই: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় অভিনেতা বিক্রম। হাসপাতাল সূত্রে খবর, আচমকা অসুস্থ হওয়ার পরেই তামিল নায়ককে চেন্নাইয়ের কভেরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুক্রবার। ৫৬ বছর বয়সি অভিনেতা নাকি আপাতত সুস্থ। স্থিতিশীল রয়েছেন বিক্রম। তেমনটাই জানা গিয়েছে চিকিৎসকের তরফে।

  সূত্রের খবর, বিক্রম হঠাৎ বুকে ব্য়থা টের পান। গতকাল, বৃহস্পতিবারই নাকি তিনি অ্য়াঞ্জিওপ্লাস্টি করিয়েছেন। তার পরই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। যদিও হাসপাতাল সূত্রে তেমন কোনও খবর মেলেনি।

  আরও পড়ুন: রণবীর সিংকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছিল বোম্বে ভেলভেট থেকে, কার জন্য জেনে নিন

  নিজের আগামী ছবি 'পনিয়িন সেলভন'-এর টিজার লঞ্চে অংশ গ্রহণ করার কথা ছিল তাঁর। শুক্রবারই বিকেল ৬টা নাগাদ সেই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেই ছবিতেই অভিনয় করেছেন বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চন।

  আরও পড়ুন: গত কয়েক বছরে অনেক উত্থান-পতন দেখেছি, এইবার সময়টা উপভোগ করতে চাই: রণবীর

  পরিচালক মণি রত্নমের 'পনিয়িন সেলভন' ছাড়াও একাধিক ছবির কাজ বাকি রয়েছে তাঁর। অজয় জ্ঞানমুথুর 'কোবরা' মুক্তি পাবে আগামী ১১ অগস্ট। তার পোস্ট প্রোডাকশনের কাজ রয়েছে বিক্রমের হাতে। তারই মাঝে অসুস্থ হয়ে পড়লেন তামিল সুপারস্টার। আপাতত তিনি 'পনিয়িন সেলভন'-এর টিজার লঞ্চে উপস্থিত থাকতে পারেন না বলেই জানা গিয়েছে। ছবিটি মুক্তি পাবে আগামী ৩০ সেপ্টেম্বর। কয়েক দিন বিশ্রাম নেওয়ার পরেই তিনি 'কোবরা'র কাজে যোগ দেবেন।

  Published by:Teesta Barman
  First published:

  Tags: Tamilnadu, Vikram

  পরবর্তী খবর