Bhupinder Singh Death: সঙ্গীত দুনিয়ায় ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং

Last Updated:

Bhupinder Singh Death: সোমবার জুহুর হাসপাতালে সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপিন্দর সিং।

প্রয়াত ভূপিন্দর সিং
প্রয়াত ভূপিন্দর সিং
#মুম্বই: ফের সঙ্গীত দুনিয়ায় নক্ষত্রপতন। লতা মঙ্গেশকার, কেকে-র মতো নক্ষত্রের প্রয়াণে শোকে মূহ্যমান ছিলই সঙ্গীত জগৎ। এবার শোক কয়েকগুণ বাড়িয়ে সোমাবার সন্ধায় প্রয়াত হলেন প্রয়াত খ্যাতনামা গায়ক ভূপিন্দর সিং (Bhupinder Singh Death)। গজল শিল্পী হিসেবে তাঁর ভূবন ভোলানো কণ্ঠ মনে থেকে যাবে আসমুদ্র হিমাচলের।
সোমবার জুহুর হাসপাতালে সন্ধে ৭.৪৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভূপিন্দর সিং। তাঁর স্ত্রী তথা জনপ্রিয় গায়িকা মিতালি সিং জানিয়েছেন, ''নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন ভূপিন্দর সিং। বেশ কিছুদিন ধরে মূলনালীর সমস্যাও দেখা দিয়েছিল তাঁর।'' ৮২ বছর বয়সী গজল শিল্পীর শেষকৃত্য মঙ্গলবার সম্পন্ন হবে বলে জানিয়েছেন মিতালি।
advertisement
advertisement
ক্রিটিকেয়ার হাসপাতাল সূত্রে খবর, সম্প্রতি শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন ভূপিন্দর। করোনা টেস্ট করানো হয়েছিল প্রবীণ শিল্পীর। দিন পাঁচেক আগে সেই রিপোর্ট পজিটিভ আসে। করোনায় আক্রান্ত হওয়ার কারণে বায়োপসি পর্যন্ত করা সম্ভব হয়নি ভূপিন্দর সিংয়ের। বলিউডের বহু ভূবন ভোলানো গানে গলা দিয়েছিলেন ভূপিন্দর। ‘দিল ঢুনঢতা হ্যায়’, ‘নাম গুম জায়েগা’, ‘এক আকেলা ইস শহর মে’, ‘বিতি না বিতাই ‘রয়না’-এর মতো জনপ্রিয় গান তাঁর কণ্ঠে আলাদা মাত্রা পেয়েছে।
advertisement
অমৃতসরে জন্ম। বাবার কাছেই গানের তালিম নেওয়া শুরু সেই ছোট বয়সে। অল ইন্ডিয়া রেডিও থেকে গানের জগতে যাত্রা শুরু। এরপর দিল্লি দূরদর্শন সেন্টারের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সেই ভূপিন্দর সিং অবশেষে চলে গেলেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bhupinder Singh Death: সঙ্গীত দুনিয়ায় ফের নক্ষত্র পতন, প্রয়াত গজলশিল্পী ভূপিন্দর সিং
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement